Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আর পাবেন না এরকম সুযোগ, মাত্র ৬ লাখ টাকায় কিনে নিন এই SUV গাড়ি

Updated :  Friday, March 31, 2023 9:22 AM

আর কিন্তু আপনারা পাবেন না মাত্র ৬ লক্ষ টাকা এরকম একটি গাড়ি। নিরাপত্তা এবং বৈশিষ্ট্যর দিক থেকে Tata Punch এর থেকে বহু গুণে ভালো হলো এই এসইউভি গাড়িটি। আজকের দিনে ভারতের SUV সেগমেন্টে নিসান ম্যাগনাইট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আকর্ষণীয় চেহারা এবং কমদামের জন্য অনেকেই এই গাড়িটিকে বেশ পছন্দ করেন এবং এটি একটি বাজেট সেগমেন্টের কম্প্যাক্ট গাড়ি। এই গাড়িতে আপনি শক্তিশালী ইঞ্জিন এর সাথে দারুন মাইলেজ পেয়ে যাবেন এবং এই গাড়িতে অনেক আধুনিক ফিচার আপনি পাচ্ছেন। আপনি যদি এই কম্প্যাক্ট এসইউবি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এর ব্যাপারে আরও বিস্তারিত জেনে নেওয়া উচিত।

এই গাড়িটি আজকাল ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এর বৈশিষ্ট্য এবং মাইলেজ এর কারণে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি এই গাড়িটির পারফরম্যান্স চমৎকার এবং তরুণদের মধ্যে এই কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই গাড়িটি। ভারতে নিসান কোম্পানির জন্য একটি গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে এই গাড়ি এবং এটি নিসান কোম্পানির সব থেকে বেশি বিক্রি হওয়া গাড়িও বটে। নিসান কোম্পানির সর্বাধিক বিক্রিত গাড়ির মধ্যে একটি হল ম্যাগনাইট, যেটি দামের দিক থেকে খুব সাশ্রয়ী এবং এটি SUV প্রেমীদের চাহিদা পূরণ করেছে।

এই গাড়িতে আকর্ষণীয় ইন্টেরিয়ার আপনি পাচ্ছেন এবং তার সাথেই সিটে রয়েছে কাপড় দিয়ে তৈরি দারুন সজ্জা। এতে আপনি দশ লিটার গ্লাভ বক্স, চামড়ায় মোড়ানো স্টেয়ারিং হুইল, ৮ ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচ স্ক্রীন সিস্টেম, অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট রয়েছে। এছাড়াও এই গাড়িতে সাত ইঞ্চির একটি ডিসপ্লে দেখতে পাবেন আপনি। এই গাড়িটি ১৯ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে। এটি একটি ৯৯৯ সিসি পেট্রোল ইঞ্জিন দিয়ে নির্মিত, যেখানে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে। এছাড়াও একটি সিভিটি ট্রান্সমিশন রয়েছে এর সাথে। নিরাপত্তার জন্য বেশ কিছু অত্যাধুনিক ফিচার আপনি পাবেন। মাত্র ৬ লক্ষ টাকায় আপনি এই গাড়িটি কিনতে পারবেন