বিশ্ব ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি যে এক বিরাট ব্যক্তিত্ব তা নিশ্চয়ই বলে দিতে হয় না। ভারতীয় ক্রিকেটের তার যে ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা ২০১১ সালের এক দিনের বিশ্বকাপে দেখেছে গোটা ভারতবাসী। বিশ্বকাপের ফাইনালে তার ব্যাটে ৯১ রানের জয় সূচক ইনিংসটি নিশ্চয়ই মনে রয়েছে আপনার। সেদিন প্রায় পরাজিত হওয়া ম্যাচকে একার লড়াইয়ে জিতিয়ে ভারতকে দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন সার্থক করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বছর তিনেক আগে। তবুও বিশ্ব ক্রিকেটে আজও সমভাবে আলোচিত হয়ে আসেন ভারতের এই প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার। আপনি জানেন কি, ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার বর্তমানে মহেন্দ্র সিং ধোনির বার্ষিক আয় কত? সম্প্রতি তার একটি আভাস পাওয়া গেছে আয়কর বিভাগের দেওয়া তথ্যে। আয়কর বিভাগ কর্তৃক জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থ বছরে মহেন্দ্র সিং ধোনি অগ্রিম ৩৮ কোটি টাকা ট্যাক্স প্রদান করেছেন।
শুনে নিশ্চয়ই হতবাক হয়েছেন আপনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরেও কিভাবে একজন মানুষ এই বিশাল পরিমাণ ট্যাক্স প্রদান করতে পারেন। আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২২-২৩ অর্থ বছরে তিনি ঝাড়খণ্ডের সর্বোচ্চ ট্যাক্সদাতা বলেও জানানো হয়েছে আয়কর বিভাগের তরফ থেকে। শুধু এই প্রথমবার নয়, ২০২১-২২ অর্থ বছরেও তিনি একই সংখ্যক ট্যাক্স প্রদান করে ঝাড়খণ্ডের সর্বোচ্চ ট্যাক্সদাতা নির্বাচিত হয়েছিলেন।
যদি মহেন্দ্র সিং ধোনির আয়ের কথা বলি, তবে তিনি বেশিরভাগ টাকা উপার্জন করে থাকেন বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে। পাশাপাশি বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেন। এছাড়া আইপিএল থেকে বার্ষিক বিশাল অংকের টাকা উপার্জন করেন তিনি। এক প্রতিবেদনে জানানো হয়েছে, মহেন্দ্র সিং ধোনির মাসিক আয় প্রায় ৬ কোটি টাকা। উল্লেখ্য, বর্তমানে মহেন্দ্র সিং ধোনি প্রায় ১০৩০ কোটি টাকার মালিক।