ক্রিকেট ম্যাচ চলাকালীন আঘাত লেগে মৃত্যু হয়েছে বহু ক্রিকেটারের। কিন্তু আম্পায়ারের মৃত্যু খুবই বিরল ঘটনা।
গত, সোমবার পাকিস্থানের করাচিতে দেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং করছিলেন ৫৬ বছর বয়সি নাসিম শেখ। আচমকা মাঠেই তিনি লুটিয়ে পড়েন। আচমকা মাঠেই তিনি লুটিয়ে পড়েন। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হলেন তিনি।
হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। তাও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
যদিও আম্পায়ারিং করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা ক্রিকেটে এবার প্রথম নয়। এর আগে কার্ডিফে মাথায় বল লেগে মৃত্যু হয়েছিল এক আম্পায়ারের।