বর্তমান সময়ে নিজেদের সেরা প্রমান করার জন্য বিভিন্ন নেটওয়ার্ক সংস্থা উঠে পড়ে লেগেছে। কেউ ভালো অফার, কেউ কম দাম, কেউ ভালো নেটওয়ার্কের স্পিড দিচ্ছে নিজেদের বিক্রি বাড়ানোর জন্য।
এতদিন জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক যেমন ভোডাফোন, এয়ারটেল এ ফোন করতে গেলে কোনো খরচ লাগতোনা। কিন্তু এবার অন্য পথে হাঁটতে চলেছে আম্বানির জিও।
জিও এবার ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত আইইউসি টপ আপ প্ল্যান লঞ্চ করেছে। জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করে ১২৪ মিনিট কথা বলতে আপনাকে ১০ টাকা মাশুল গুনতে হবে। এছাড়া ২০ টাকায় রয়েছে ২৪৯ মিনিট, ৫০ টাকায় ৬৫৬ মিনিট এবং ১০০ টাকায় রয়েছে ১৩২৬ মিনিট অন্য অপারেটর গ্রাহককে কল করার সুবিধা।
জিও এর তরফ থেকে জানানো হয়েছে, জিও থেকে জিও সমস্ত ইনকামিং কল, ল্যান্ডলাইন, বা হোয়াটসঅ্যাপ এর মত অ্যাপ থেকে কল করার ক্ষেত্রে কোনো মাশুল গুনতে হবেনা। কিন্তু জিও এর এই নতুন পদক্ষেপ গ্রাহকদের ওপর কতটা প্রভাব ফেলে সেটাই দেখার।