IPL 2023: আইপিএলের সেরা ফিল্ডিং, শূন্যে উড়ে নিশ্চিত ছক্কা বাঁচালেন অজিঙ্কা রাহানে! রইল ভিডিও

গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে এক রোমাঞ্চকর মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের উত্তেজনা পূর্ণ ম্যাচ। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি দলের পক্ষ থেকেই চার-ছক্কার ফুলঝুরি…

Avatar

গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে এক রোমাঞ্চকর মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের উত্তেজনা পূর্ণ ম্যাচ। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি দলের পক্ষ থেকেই চার-ছক্কার ফুলঝুরি উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে উভয় দলই নিজেদের সর্বোচ্চ বাজে ফিল্ডিংয়ের পরিচয় দিয়েছে চিন্নাস্বামীতে। দুইদলের পক্ষ থেকে একাধিক ক্যাচ ড্রপের মতো ঘটনা দেখেছে ক্রিকেটপ্রেমীরা। তবে শেষ মুহূর্তে জয়ের হাসি হেসেছে চেন্নাই সুপার কিংস।

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলীরা। যদিও সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল প্রমাণিত করে চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে চেন্নাই সুপার কিংস। বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই তারকা ক্রিকেটার বিরাট কোহলির উইকেট হারায় ব্যাঙ্গালোর। তবে ডুপ্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে দুর্দান্ত ইনিংসের সুবাদে জয়ের খুব কাছে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। তবে মহেন্দ্র সিং ধোনির জালে আটকা পড়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রানে আটকে যায় বিরাট কোহলিরা।

গতকাল যখন মহেন্দ্র সিং ধোনির মত বিশ্ব সেরা উইকেট রক্ষক ক্যাচ মিস করেছেন তখন অনন্য ইতিহাস তৈরি করলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। ব্যাঙ্গালোরের ব্যাটিং ইনিংসের ৮.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বল লং-অফে তুলে মারেন গ্লেন ম্যাক্সওয়েল। বল নিশ্চিত বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছিল। ক্যাচ ধরা সম্ভব নয় বুঝেই রাহানে বাউন্ডারি লাইনে যথা সময়ে লাফিয়ে উঠে বল ধরে ঠেলে দেন মাঠের ভিতরে। ফলে ৬ রানের বদলে ১ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্যাঙ্গালোরকে। দুর্দান্ত ফিল্ডিং-এর পাশাপাশি ব্যাট হাতেও বিস্ফোরক ইনিংস খেলেন রাহানে। তিনি ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন।