দেশনিউজ

মধ্যবিত্তের কপালে হাত! পেঁয়াজে পর এবার বৃদ্ধি পেলো টমেটোর দাম!

Advertisement

আজকাল দিনের দিনের বাড়তে থাকছে নিত্য প্রয়োজনীয় সব্জির দাম ফলে মধ্যবিত্তের হেঁসেলে আগুন পড়ছে ।কিছুদিন আগেই পেঁয়াজ দাম চড়া হওয়ায় মাথায় হাত পড়েছিলো মধ্যবিত্তের। কিন্তু পেঁয়াজের পর এবার আকাশ ছুঁলো টমেটোর দাম।

খবর সূত্রে, রাজধানী দিল্লিতে ১লা অক্টোবর টমেটোর দাম ছিল ৪৫ টাকা। কিন্তু বুধবার সেই দাম কেজি প্রতি ছিল কমপক্ষে ৫৪ টাকা। পাইকারি বিক্রেতাদের দাবি, শেষ কয়েকদিনে টমেটো সরবরাহ ব্যহত হয়েছে। ভারতের দক্ষিণে টমেটো উৎপাদক বিভিন্ন রাজ্য যেমন কর্নাটক ও তেলেঙ্গানাতে ভারী বৃষ্টির ফলে ফসলের ক্ষতি হয়েছে। যার জেরে লাফিয়ে বেড়াচ্ছে টমেটোর দাম।শুধুমাত্র দিল্লী নয়, দেশের তিনটি বড় বড় শহরে চড়চড়িয়ে বাড়ছে টমেটোর দাম। ৬০ টাকা দরে কলকাতাতে বিক্রি হচ্ছে টমেটো এবং মুম্বইতে এই দাম ৫৪ টাকা। তবে চেন্নাইতে টমেটোর দাম অপেক্ষাকৃত ভাবে একটু কম, ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো।

তবে টমেটোর ব্যাপক দাম বৃদ্ধির মধ্যে স্বস্তি দিলো পেঁয়াজের দাম।সরবরাহের বৃদ্ধির ঘটানোর ফলে দামের পারদ কিছুটা হলেও কম হয়েছে বলে মনে করছে সবাই। কিছুটা হলেও মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে এসেছে পেঁয়াজের দাম।

Related Articles

Back to top button