গরমের দাপটের মাঝে অবশেষে সুখবর শোনালো হাওয়া অফিস। অবশেষে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ঘোষণা করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। তীব্র গরমে কিছুটা স্বস্তি পেতে পারে কলকাতাবাসি। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী রবিবার এবং সোমবার আপাতত দুই দিনের জন্য পূর্বাভাস রয়েছে বৃষ্টির। সপ্তাহ শেষে দাবদাহের তেজ কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে শহরে।
কলকাতা ছাড়াও রবিবার থেকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শনিবার থেকে ঝড় বৃষ্টির শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা একেবারেই নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তবে ঝড় বৃষ্টির এই বহুকাঙ্খিত স্বস্তির জন্য আরো কিছুদিনের অপেক্ষা করতে হবে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পশ্চিমের দিকের জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ এই মুহূর্তে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। এই পরিস্থিতিতে সকলেই অপেক্ষা করছিলেন বৃষ্টির জন্য। অবশেষে হাওয়া অফিসের তরফ থেকে সেই কাঙ্ক্ষিত পূর্বাভাস এল। দক্ষিণের কিছু কিছু জেলায় বৃষ্টির কথা আগেই জানানো হয়েছিল। তবে এবারে কলকাতা এবং লাগোয়া জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানালো হাওয়া অফিস।