Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নতুন ভ্যারিয়েন্টে লঞ্চ হবে Bajaj Discover 100, জানুন গাড়িটির দাম কত?

Updated :  Sunday, April 23, 2023 9:05 AM

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। এই কথা বিচার করে বলা যায় ভারতের বুকে বাজেট মূল্যের বাইক কোম্পানির মধ্যে অন্যতম হলো বাজাজ।

বাজেট রেঞ্জের বাইকের কথা বলতে গেলে বাজাজ কোম্পানির একটি বাইক মন জয় করেছে সকলের। তবে ২০১৫ সালের এই বাইকটি মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোন বাইকের কথা বলা হচ্ছে। বাজেট রেঞ্জের মহারাজ ডিসকভার ১০০ বাইকটি আবার নতুন রূপে আসতে চলেছে। এই বাজাজ ডিসকভার ১০০ বাইকে একটি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুলড ৯৪.৩৮ সিসি ইঞ্জিন রয়েছে, যা ৭৫০০ rpm-এ ৭.৭ bhp এবং ৫০০০ rpm-এ ৭.৮৫ Nm টর্ক উৎপন্ন করে। এছাড়া এটি এক লিটারে ৮৪ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে।

এই বাজাজ ডিসকভার ১০০ বাইকে থাকবে একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট। এতে অ্যানালোগ স্পিডোমিটার ও ওডোমিটার থাকবে। এছাড়া এতে থাকছে ডিজিটাল ট্রিপমিটার ও ফুয়েল গেজ। তবে অনেকেই মনে করছেন এই বাইকে সম্পূর্ণ ডিজিটাল মিটার পাওয়া যেতে পারে। এই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।