চৌধুরী সুগার মিল মামলায় গ্রেপ্তার করা হলো প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)-এর বিশেষ দল গতকাল, শুক্রবার কোট লাজপত জেল থেকে পাকিস্তান মুসলিম লীগের এই নেতাকে গ্রেপ্তার করে। আজই তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে ন্যাব আধিকারিকরা।
এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাকিস্তান জুড়ে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আদালতে তোলার কথা চাউর হতেই আদালত চত্ত্বরে দলীয় সমর্থকদের ভিড় বাড়তে থাকে। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান মুসলিম লীগের পক্ষ থেকে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ন্যাব নওয়াজ শরিফকে ১৫ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানালেও শরিফের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল এই মামলায় কোনও ভাবেই জড়িত নন।
তবে, পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, ৪ অক্টোবর ২০১৯-এ নওয়াজ শরিফকে গ্রেপ্তারের জন্য ন্যাবের চেয়ারম্যান জাভেদ ইকবাল স্বয়ং নির্দেশিকা জারি করেছিলেন। চৌধুরী সুগার মিলের শেয়ার অন্যায্য ভাবে বিক্রি করার অভিযোগ রয়েছে নওয়াজ শরিফের বিরুদ্ধে। এই একই মামলায় গত আগস্ট মাস থেকে জেলবন্দি রয়েছেন নওয়াজ কন্যা মারিয়াম। এছাড়া, তাঁর ভাইপো ইউসুফ আব্বাসেরও নাম জড়িয়েছে এই মামলায়।