Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৪০ কিমি চলবে এক চার্জে, মাত্র ১৫,০০০ টাকায় বাড়ি নিয়ে আসুন Hero এর এই স্কুটি

Updated :  Thursday, May 18, 2023 11:11 AM

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রীতিমত নাস্তানাবুদ করে তুলেছে মধ্যবিত্তদের। অন্যদিকে পরিবেশ দূষণের ভবিষ্যৎ ফলাফলের ভয়াবহতা দেখে অনেকেই আজকাল সচেতন হচ্ছেন। বিশেষ করে বর্তমানে ইলেকট্রিক বাইক বা গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ভারতীয়দের মধ্যে। একদিকে জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধির কোপ থেকে নিস্তার পাওয়া যাবে এবং অন্যদিকে পরিবেশকেও কিছুটা হলেও রক্ষা করা যাবে এই বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করে। তাইতো আজকাল সরকারও দেশবাসীকে ইলেকট্রিক যানবাহন ব্যবহার করার জন্য উৎসাহিত করছে। পাশাপাশি কিছু জনপ্রিয় কোম্পানি ইলেকট্রিক স্কুটি বা বাইক লঞ্চ করছে মাসে মাসে।

জনপ্রিয় বাইক প্রস্তুতকারী কোম্পানি হিরো এবার পা দিচ্ছে ইলেকট্রিক স্কুটি মার্কেটে। তারা লঞ্চ করে দিয়েছে তাদের এন্ট্রি লেভেল স্কুটার Optima CX Dual। এই স্কুটারে রয়েছে ব্যাপক সব ফিচার এবং এর পারফরম্যান্স মনে ধরার মত। এই বাজেট ইলেকট্রিক স্কুটি এক চার্জে ১৪০ কিমি যেতে পারে। এতে ১২০০ ওয়াট ইলেকট্রিক মোটরের সাথে ৫১.২V এর ব্যাটারি প্যাক রয়েছে।

এই হিরো কোম্পানির নতুন ইলেকট্রিক স্কুটি অপটিমা সিএক্স ডুয়াল স্কুটিরের সর্বোচ্চ গতিবেগ ৪৫ কিমি প্রতি ঘন্টা। এটি সাধারণত ৪ ঘটায় পুরো চার্জ হয়। কিন্তু এর আবার একটি ফাস্টিং মোড রয়েছে যাতে এটি ২ ঘন্টায় চার্জ হতে পারে। এছাড়াও এই স্কুটিতে ঠাসা রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার ও প্রযুক্তি। এই ইলেকট্রিক স্কুটির এক্স শোরুম মূল্য ৮৫,৪৪৩ টাকা। এটি আপনি মাত্র ১৫,০০০ টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে যেতে পারেন। আপনি যদি বাজেট রেঞ্জে একটি ইলেকট্রিক স্কুটি কিনতে চান, তাহলে এই Hero Optima CX Dual সমন্ধে ভেবে দেখতে পারেন।