Electric scooter: ৩১’শে মে’এর মধ্যেই কিনে নিন পছন্দসই ইলেকট্রিক স্কুটার, ১’লা জুন থেকেই বাড়বে দাম
বর্তমানের কর্মব্যস্ত যুগে সাধারণের মধ্যে অধিকাংশেরই বাড়িতে যাতায়াতের সুবিধার জন্য দু’চাকা বর্তমান। তবে এখনো এমন অনেকেই রয়েছেন যারা নিজেদের সুবিধার্থে দু’চাকা কেনার কথা ভাবছেন। তবে মূল্যবৃদ্ধির বাজারে পেট্রোলের দাম আকাশছোঁয়া। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই গাড়ি কেনার আগে ১০ বার ভাবছেন। তবে এই ভাবনার উপশম ঘটাতে পারে ইলেকট্রিক স্কুটি বা বাইক।আর এমন অবস্থায় যারা ইলেকট্রিক স্কুটি বা বাইক কেনার পরিকল্পনায় রয়েছেন, তাদের জন্যই এই নিবন্ধ।
সম্প্রতি জানা গিয়েছে, ওয়াকা ইভি সকলের উদ্দেশ্যে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ফেম টু’র দাম কমিয়েছে। আর সেই কারণবশতই কম্পানির তরফ থেকে গ্রাহকদের ৩১’শে মে’র মধ্যেই গ্রাহকদের গাড়ি কেনার জন্য অনুরোধ করা হয়েছে। কারণ ১’লা জুন থেকেই এফ সিরিজের দাম বাড়তে চলেছে। আর সেই কারণবশতই কম্পানির তরফ থেকে এই মে মাসের মধ্যেই গ্রাহকদের গাড়ি কেনার অনুরোধ করা হচ্ছে।
কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, ওয়াকার বৈদ্যুতিক স্কুটারটি লিথিয়াম, আয়রন, ফসফেট ব্যাটারি যোগে চলে। এই ব্যাটারি ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। এনএমসি’র তুলনায় এই ব্যাটারি দীর্ঘমেয়াদী বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, এলএফপি ব্যাটারি ভারতীয় জলবায়ু অনুযায়ী ভালো কাজ করে, এমনটাই জানা গিয়েছে কম্পানির তরফ থেকে।
এই মুহূর্তে কম্পানি পড়ুয়া, গৃহবধূ, তরুণ চাকুরীজীবী ও ব্যবসায়ীদের লক্ষ্য করেই একটি নতুন গাড়ি লঞ্চ করেছে। লঞ্চ করেছে এফটুএফ সিরিজ। জানা গিয়েছে, এই গাড়ির দামও কম রাখা হয়েছে গ্রাহকদের কথা মাথায় রেখেই। সম্পূর্ণরূপে গাড়িতে চার্জ দেওয়া হলে এটি ৮০ কিলোমিটার পর্যন্ত একবারে যেতে পারবে। পাশাপাশি ওজন অনুযায়ী প্রতি ঘন্টায় ৫৫ কিলোমিটার গতি দেবে এই দুই চাকা।
উল্লেখ্য, কম্পানির তরফ থেকেই জানানো হয়েছে এই গাড়ির উপর কেন্দ্রীয় সরকার ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি রেখেছে। খুব স্বাভাবিকভাবেই এই গাড়ি নিজে গুণে ইভির বাজারে প্রভাব ফেলবে। যেহেতু পরবর্তী মাস থেকেই এই গাড়ির দাম বৃদ্ধি পেতে চলেছে সেই কারণেই কম্পানির তরফ থেকে ৩১’মের মধ্যেই গাড়ি কেনার অনুরোধ জানানো হয়েছে। জানা গিয়েছে, দাম বৃদ্ধি পেলে সেই দাম ৪৫ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর সেই কারণে গ্রাহকদের কথা মাথায় রেখেই চট জলদি গাড়ি কেনার কথা প্রচারে এনেছে কম্পানি।