খেলাক্রিকেট

Cricketer love story: ভালোবাসার কারণে ভেঙেছেন ধর্মের বেড়াজাল! এই ক্রিকেটারের প্রেমের কাহিনী যেন বাস্তব চলচ্চিত্র

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০০৭ সালে, তবুও ভারতীয় দলের জন্য তার অর্জিত কৃতিত্ব আজও অজিত আগরকারের নাম উজ্জ্বল রেখেছে ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে।

Advertisement

আইপিএলের ১৬তম আসরের পরিসমাপ্তি ঘটেছে ইতিমধ্যেই। ভারতীয় দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার উদ্দেশ্যে শুরুর ইংল্যান্ডে পৌঁছেছে। আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বিরাট কোহলিরা। এত উষ্ণ খবরের মধ্যেও বর্তমানে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকার তার ব্যক্তিগত জীবনের জন্য আলোচিত রয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০০৭ সালে, তবুও ভারতীয় দলের জন্য তার অর্জিত কৃতিত্ব আজও অজিত আগরকারের নাম উজ্জ্বল রেখেছে ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে। সম্প্রতি নিজের সহধর্মিনীর কারণে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে জমকালো আলোচনা করছেন নেট প্রেমিরা। তার জীবনে ভালোবাসার গল্প জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক, অজিত আগরকার এবং ফাতেমার প্রেমের কাহিনী-

ভারতীয় ক্রিকেটার অজিত আগরকার ১৯৯৯ সালে দেশের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। ছেলেবেলার তার প্রিয় বন্ধু মাজহারের বোন ফাতেমার প্রেমে হাবুডুবু খান ভারতীয় এই ক্রিকেটার। একটি ম্যাচ চলাকালীন ফাতেমার সাথে সাক্ষাৎ হয় অজিত আগরকারের। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। ফাতেমার প্রেমে ক্লিনবোল্ড হয়ে অজিত আগরকার বিয়ে করার সিদ্ধান্ত নেন।

তবে সেই পথে সবচেয়ে বড় বাধা এসে দাঁড়ায় ধর্ম। আসলে অজিত আগরকারের জন্ম মারাঠি ব্রাহ্মণ পরিবারে। অন্যদিকে, ফাতেমা ছিলেন একজন ইসলাম ধর্ম অনুসারী। ফলে পরিবার থেকে এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে। তবে পরিবারের বাধা নিষেধ উপেক্ষা করে ২০০২ সালে সাত পাকে বাঁধা পড়েন ভারতীয় এই তারকা ক্রিকেটার। বর্তমানে দুজনে সুখে সংসার করছেন এবং সুখী দম্পতির রাজ নামে একটি পুত্র সন্তানও রয়েছে।

Related Articles

Back to top button