Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

CAR NEWS: মাইলেজ দেবে ৮০ kmpl, ৩৫ হাজারে কিনুন Hero Splendor, রইলো বেস্ট ডিল

Updated :  Friday, June 2, 2023 8:45 PM

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো স্প্লেন্ডার।

সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের Hero Splendor ব্যাপক জনপ্রিয়। এতে পাওয়া যায় শক্তিশালী ইঞ্জিন। তাই পারফরমেন্সের দিক থেকেই আপনাকে চিন্তা করতেই হবে না। এই বাইক মাইলেজও দেয় অনেকটাই বেশি। কোম্পানি দাবি অনুযায়ী এই বাইক ৮০ kmpl মাইলেজ দেয়। আপনি যদি এই বাইক কিনতে চান, এবং আপনার কাছে নতুন কেনার বাজেট না থাকে, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। Hero Splendor এর বেশ কয়েকটি সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইটে উপলব্ধ। এই প্রতিবেদনে এমন কয়েকটি বেস্ট ডিল সমন্ধে আপনাদের জানাবো।

হিরো স্প্লেন্ডারের সম্পর্কে কথা বলতে গেলে, এটির www.bikewale.com-এ বিক্রি করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বাইকটি মাত্র ৬ মাস চলেছে। এই বাইক ৩৫,০০০ টাকায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। আপনি টেস্ট ড্রাইভ নিয়ে নিতে পারেন।