Car AC Tips: গাড়ি থামিয়ে এসির হাওয়া খাচ্ছেন? জানুন কত তেল পুড়ছে আপনার?
গাড়ি পার্ক করে এসির হাওয়া খেলে আপনার গাড়ির সমস্যা হতে পারে
আপনিও কি গাড়ির ইঞ্জিন চালু করেই এসি চালিয়ে রাখেন? তাহলে কিন্তু বড় সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি। আপনাদের জানিয়ে রাখি, এই অভ্যাসটা কিন্তু অনেকেরই রয়েছে। কিন্তু ব্যাপারটা হল, আপনার যদি এই অভ্যাস থাকে তাহলে আপনার বাজেটের পাশাপাশি আপনার গাড়ির ক্ষতি হবে বিশাল। কিছুক্ষণ যদি আপনি এসি চালিয়ে রাখেন তাতে আপনার হয়তো শরীর ঠান্ডা হবে, কিন্তু তাতে যে পরিমাণ পেট্রোল পুড়ে যাবে, তা শুনেই কিন্তু আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে।
যদি আপনি এসি চালিয়ে রাখেন তাহলে কিন্তু গাড়ির ইঞ্জিনের এর একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। যদি বিনা কারণে এসি চালিয়ে রাখা হয় তাহলে আপনার গাড়ির ইঞ্জিনের মেয়াদ কিছুটা কমবে। যদি ইঞ্জিনের ক্ষমতা ভালো হয় এবং ইঞ্জিনের ভালো রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে হয়তো কয়েক বছর পর্যন্ত ইঞ্জিন ভালো থাকবে। কিন্তু দীর্ঘ মেয়াদে ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। যদি আপনার ইঞ্জিন বন্ধ থাকে এবং জ্বালানি পরিমাণ কম থাকে, তাহলে আপনার সমস্যা বেশি হতে পারে। এয়ারকন্ডিশনারের কম্প্রেসার কাজ করে মূলত ইঞ্জিনের উপরে নির্ভর করেই।
কিন্তু এবারে প্রশ্ন হল, গাড়ি পার্ক করে কি এসি চালিয়ে রাখা যাবে? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে সেই গাড়ির প্রকৃতির উপর। বর্তমানে বহু গাড়িতেই অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ফিচারটি থাকে। ইঞ্জিনের উপরে চাপ সৃষ্টি না করে বিভিন্ন সেন্সরের মাধ্যমে ফ্যান স্পীড নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই যদি এই ফিচার আপনার গাড়িতে থাকে তাহলে পার্ক করা অবস্থায় ২ ঘণ্টা পর্যন্ত এসি চালাতে পারবেন আপনি।