Internet Plan: ধামাকাদার প্ল্যান আনল Airtel, মাত্র ১৯ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহার করুন

আজকাল এই 5G পরিষেবা শুরু হওয়ার পর থেকে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম ব্র্যান্ডগুলি তাদের প্ল্যানের মূল্য অত্যাধিক পরিমাণে বৃদ্ধি করেছে। আজকালকার ডিজিটাল যুগের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় প্রত্যেকেই…

Avatar

আজকাল এই 5G পরিষেবা শুরু হওয়ার পর থেকে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম ব্র্যান্ডগুলি তাদের প্ল্যানের মূল্য অত্যাধিক পরিমাণে বৃদ্ধি করেছে। আজকালকার ডিজিটাল যুগের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় প্রত্যেকেই দৈনন্দিন প্রচুর ডাটা ব্যালেন্স ব্যবহার করে থাকেন। তবে বেশিরভাগ টেলিকম সংস্থা আজকাল দৈনিক নির্দিষ্ট লিমিটের ডেটা অফার করে থাকে। আপনার যদি দৈনিক লিমিটের চেয়ে বেশি ইন্টারনেট চায়, তাহলে Airtel কোম্পানির কয়েকটি নতুন প্ল্যান সম্বন্ধে অবশ্যই জানা দরকার আপনার। অতিরিক্ত ডেটা দিতে এয়ারটেল মাত্র ১৯ টাকা থেকে রিচার্জ প্ল্যান শুরু করেছে। এই রিচার্জ করলে ২৪ ঘন্টার জন্য আপনার কাছে অফুরন্ত ডাটা চলে আসবে।

আপনাদের জানিয়ে রাখি এয়ারটেল কোম্পানির সবচেয়ে কম মূল্যের রিচার্জ প্ল্যান হলো এই ১৯ টাকার। এই রিচার্জ করলে গ্রাহকরা ২৪ ঘন্টার জন্য অতিরিক্ত ১ জিবি ইন্টারনেট ডাটা পাবেন। তাই কাজের মাঝে ইন্টারনেট শেষ হয়ে গেলে মাত্র ১৯ টাকা খরচ করে আপনি ১ জিবি ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন। এছাড়াও এই কোম্পানির আরেকটি প্ল্যান হচ্ছে ২৯ টাকার। তাতে কি সুবিধা আছে?

AIRTEL কোম্পানির ২৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ২৪ ঘন্টার জন্য অতিরিক্ত ২ জিবি ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন। দৈনন্দিন লিমিটেড ডাটা শেষ হয়ে গেলে এই ডাটা অ্যাড অন প্ল্যানগুলি ব্যাপক সুবিধার হয় গ্রাহকদের জন্য। ১ দিনের প্ল্যান কম মনে হলে আপনার জন্য আছে ৬৫ টাকার একটি প্ল্যান। এতে এসএমএস বা ভয়েস কলের সুবিধা পাবেন না। এই রিচার্জ করলে আপনি ৪ জিবি ইন্টারনেট ডাটা পাবেন যা আপনার বিদ্যমান রিচার্জ প্ল্যানের বৈধতার সমান অব্দি চলবে।