দীর্ঘ এক যুগ পর অবশেষে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে একদিনের বিশ্বকাপের মেগা আসর। ২০১১ সালের পর এবার ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ের উদ্দেশ্যে প্রস্তুতি শুরু করেছে ব্লু-বাহিনী। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপের মেগা আসর শুরু হওয়ার ১০০ দিন আগে অর্থাৎ গত মঙ্গলবার ম্যাচ সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। সব মিলিয়ে ১২টি ভেন্যুতে হতে চলেছে এবারের বিশ্বকাপের ম্যাচগুলি। ফলে ইতিমধ্যে উৎসবের রব লেগেছে প্রত্যেকটি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
এবার সেই উৎসবে যোগ দিতে দেখা গেল ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকেও। বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি ঘোষণা হতেই বড় বার্তা দিলেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন,’এটা আমাদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হতে চলেছে যে, ১২ বছর পর আমরা ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে চলেছি। আমি নিশ্চিত দেশব্যাপী সমর্থকরা আমাদের মাঠে নামতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।’
তিনি আরও লেখেন,’এই বিশ্বকাপের প্রতিটা ম্যাচ প্রতিযোগিতামূলক হতে চলেছে। এখন ক্রিকেট খেলাটা আগের থেকে আরও বেশি গতিময় হয়ে উঠেছে। পাশাপাশি দলগুলিও আগের থেকে অনেক বেশি পজিটিভ মনোভাব নিয়েই মাঠে নামছে। আমরা আশাবাদী যে, আমরাও ভালোভাবে প্রস্তুত হয়ে উঠবো। এই অক্টোবর-নভেম্বর মাসে আমরাও আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।’
🗣️🗣️ We look forward to preparing well and being at our best this October-November #TeamIndia Captain @ImRo45 is all in readiness ahead of the #CWC23 👌👌 pic.twitter.com/ZlV8oNGJ04
— BCCI (@BCCI) June 27, 2023
আসন্ন বিশ্বকাপে ভারতের ম্যাচ সূচি-
৮ অক্টোবর– ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই)
১১ অক্টোবর– ভারত বনাম আফগানিস্তান (দিল্লি)
১৫ অক্টোবর– ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)
১৯ অক্টোবর– ভারত বনাম বাংলাদেশ (পুণে)
২২ অক্টোবর– ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা)
২৯ অক্টোবর– ভারত বনাম ইংল্যান্ড (লখনউ)
২ নভেম্বর– ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই)
৫ নভেম্বর– ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা)
১১ নভেম্বর– ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside