যদি আপনি স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করতে চান বা এই সংক্রান্ত তথ্য খুঁজতে চান তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণ। আপনাকে এই প্রতিবেদনে আমরা জানিয়ে দিতে চলেছি কোথায় গিয়ে কিভাবে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন আপনি এবং সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য। আপনাদের জানিয়ে রাখি, যদি কোন পরিবারের স্বাস্থ্য সাথী কার্ড না থাকে তাহলে তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন যেকোনো সময়। এক্ষেত্রে পরিবারের কোনো সদস্য যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা সরকারের কোন হেলথ ইনসিওরেন্সের আওতায় পড়েন না তিনি এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও যারা সরকারি বা সরকারি অন্তর্ভুক্ত কোন সংস্থা থেকে চিকিৎসার জন্য কোন ভাতা পান না, সেই পরিবারগুলি স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করতে পারেন। পরিবার কিছু একটি করে কার্ড দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
যদি আপনাকে এই কার্ডের জন্য আবেদন করতে হয় তাহলে নতুন কার্ডের জন্য ফর্ম বি আপনাকে ফিলঅাপ করতে হবে। যারা ইতিমধ্যেই আবেদন করেছেন কিন্তু এখনো কার্ড পাননি তাদের নতুন করে আবেদন করার আর কোন প্রয়োজন নেই। খুব শীঘ্রই তারা কার্ড পেয়ে যাবেন। পরিবারের কোনো সদস্যের যদি স্বাস্থ্য সাথী কার্ড থাকে তাহলে তিনি আবেদনকারীকে নিজের কার্ডের সঙ্গে যুক্ত করে নিতে পারেন এবং পরিবারের সদস্য হিসেবে ঘোষণা করতে পারেন। সে ক্ষেত্রে তাকে ফর্ম এ পূরণ করতে হবে। অন্যদিকে যদি স্বাস্থ্য সাথী কার্ডে থাকা কোন সদস্যের নাম বাদ দিতে হয় তাহলে ফর্ম ডি-তে আবেদন করতে হবে। আর যদি কোন সংশোধন করতে হয় তাহলে ফর্ম সি আপনাকে পূরণ করতে হবে।
তবে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা দরকার। আবেদনকারী এবং পরিবারের সকল সদস্যের নাম এবং ঠিকানা সহ সংশ্লিষ্ট ফর্ম আপনাকে পূরণ করতে হবে। যার নাম কার্ডে নেই তার মোবাইল নম্বর থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সকল সদস্যের আধার কার্ড বা খাদ্য সাথী কার্ড এর জেরক্স কপি জমা দিয়ে তবেই আপনি আবেদন করতে পারেন। এই আবেদন আপনাকে করতে হবে মহকুমা শাসকের অফিস বা পুরনিগমের ক্ষেত্রে বোরো অফিসে। বিশদ জানতে swasthyasathi.gov.in ওয়েব সাইটে আপনাকে যেতে হবে।