Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Cricketer: বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন ভারতীয় এই পেসার, জানুন বিস্তারিত

বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ফাস্ট বোলার মহম্মদ সামি। সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পর ঠিক এমনটাই মনে হচ্ছে। ৫ বছর আগের সমস্যার জন্য বিশ্বকাপের আগে গ্রেফতার…

Avatar

বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ফাস্ট বোলার মহম্মদ সামি। সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পর ঠিক এমনটাই মনে হচ্ছে। ৫ বছর আগের সমস্যার জন্য বিশ্বকাপের আগে গ্রেফতার হতে পারেন সামি। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। আর ভারতীয় দল সামিকে ছাড়া বিশ্বকাপ খেলবে এটা ভাবলেও মন ভেঙে যাবে ফ্যানদের। তবে আইনি দিক থেকে বিচার করলে বিশ্বকাপের মহড়ার আগে গ্রেফতার হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। তবে ঠিক কি কারণে এই গ্রেফতার প্রসঙ্গ? না জানলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

আসলে ৫ বছর আগে ২০১৮ সালে এই ফাস্ট বোলারের বিরুদ্ধে গৃহস্থ হিংসা এবং একাধিক অন্যান্য অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন তার নিজের স্ত্রী হাসিন। তিনি কলকাতার যাদবপুর থানায় সামির বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ করেন। এরপর এই মামলাটি ওঠে আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে। তিনি ২০১৯ সালে সামিকে গ্রেফতারি নির্দেশ দেন। কিন্তু এতদিন সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ ছিল সুপ্রিম কোর্টের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে গত বৃহস্পতিবার আবার এই মামলা উঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্ব দিন একটি বেঞ্চে। এই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি পিভি নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্র। তারা আলিপুর সেশন কোর্টকে এই বিষয়টি আগামী এক মাসের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আলিপুর কোর্ট যদি আগামী এক মাসের মধ্যে এই ব্যাপারটি না মিটিয়ে ফেলতে পারে তাহলে স্থগিতাদেশের ব্যাপারে নতুন করে ভাবতে হবে। সেক্ষেত্রে সামির বিরুদ্ধে গ্রেফতারি স্থগিতাদেশ তুলে নেয়া হতে পারে এবং তাহলে বিশ্বকাপের আগেই সামি গ্রেফতার হয়ে যাবেন।

About Author