এক চার্জে চলবে ১৩০ কিলোমিটার, মাত্র ২৮০০ টাকার EMI-তে বাড়িতে নিয়ে আসুন এই স্কুটার
ebBikeGo এর Rugged G1 ইলেকট্রিক স্কুটার তৈরি হচ্ছে কোয়েম্বাটুরে
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও সেইসাথে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্ম ইলেকট্রিক গাড়ি ব্যবহারের দিকে মনোনিবেশ করেছে। একাধিক স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক গাড়ি বা বাইকের বাজারে নেমে সাফল্য পাচ্ছে। পিছিয়ে নেই দেশের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও। ইলেকট্রিক যানবাহনের বাজারে এবার বিপ্লব আনতে চলেছে স্টার্টআপ ইভি ব্র্যান্ড eBikeGo। এই কোম্পানি এমন একটি ইলেকট্রিক বাইক আনতে চলেছে যা টক্কর দিতে পারবে যেকোনো পেট্রোলের বাইককেও। এই কম্পানির নতুন বাইকের নাম Rugged G1 ইলেকট্রিক স্কুটার।
আপনাদের জানিয়ে রাখি এই Rugged G1 ইলেকট্রিক স্কুটার টি একটি ২.৩ কিলোওয়াট নন রিপ্লাসেবেল ব্যাটারী প্যাকের সাথে আসে। এই কোম্পানি দাবি করেছে যে তাদের ব্যাটারি ৪ ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে এবং এর রেঞ্জ প্রায় ১৩০ কিমি। এতে ৩ কিলোওয়াট এর একটি মোটর রয়েছে যা এই স্কুটারটিকে সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় চালাতে পারবে। এই স্কুটিতে স্টোরেজ ক্ষমতা ৩০ লিটার এবং এতে আণ্টিথেপ্ট স্মার্ট অপশন রয়েছে।
এই eBikeGo Rugged G1 ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম মূল্য ৭৮ হাজার ৪৯৮ টাকা। এর টপ ভ্যারিয়েন্ট এর দাম ১.৩০ লাখ টাকা। এই স্কুটার কিনতে আমি ইএমআই অপশনও পেয়ে যাবেন। এতে ডাউন পেমেন্ট করতে হবে মাত্র ৮০০০ টাকা। এরপর প্রতিমাসে ২৮০০ টাকা করে emi দিতে হবে।