মুখ খুললেই বিতর্ক জড়ান বেশ কিছু বিজেপি নেতা। তাদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। বিভিন্ন বিষয়ে মুখ খুলে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার সদ্য নোবেলপ্রাপ্ত বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন এই বিজেপি নেতা।
নোবেলজয়ীর দ্বিতীয় স্ত্রী নিয়ে খোঁচা দিয়ে এদিন তিনি বলেন, ‘দ্বিতীয় স্ত্রী বিদেশি হলে তাঁকেই মূলত নোবেল দেওয়া হচ্ছে৷ নোবেল পেতে এটা একটা ডিগ্রি কিনা বলতে পারছি না।’ একই সাথে পিযুষ গয়ালের ‘বামপন্থী’ মন্তব্যকে সমর্থন করে বলেন, ‘পীযূষ গয়াল যা বলেছেন সঠিক বলেছেন৷ কারন, এঁরা অর্থনীতিকে বামপন্থী নীতিতে লড়িয়ে দিয়েছেন৷ এরা সব বামপন্থীদের ধারায় দেশকে অচল করে দিতে চলেছে।’
বিজেপি নেতাদের মুখে নোবেলজয়ীর সম্পর্কে এমন মন্তব্য শুনে অবাক নন বাম নেতৃত্ব। বাম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, ‘এদের থেকে আর কী আশা করা যায়৷ যারা গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে, তারা এই অর্থনীতিবিদের মর্যাদা কী দেবে?’ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বিজেপি নেতার এই মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন।
এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন