বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় কয়েকজন শিল্পীর মধ্যে একজন হলেন আয়ুষ্মান খোরানা। শুধুমাত্র নিজের অভিনয়ের জন্য নয়, তিনি নিজের দুর্দান্ত গানের গলার জন্যেও বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা পেয়ে থাকেন। তার অভিনীত প্রত্যেকটি ছবিতে তার নিজের গলায় গাওয়া অন্তত একটি গান থাকে। তার পাশাপাশি তিনি নিজেও মিউসিক ভিডিও তৈরি করেন। ইউটিউবে তার মিউজিক ভিডিও এবং গানের বেশ জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে তিনি তার ড্রিম প্রজেক্ট ড্রিম গার্ল ২ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তিনি বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে জুটি বেঁধেছেন। সেই সিনেমার শুটিং সেট থেকেই তিনি একটি ভিডিও শেয়ার করলেন নিজের ভক্ত কুলের জন্য। জানা যাচ্ছে এই ছবিতে তিনি নিজের গলায় একটি গান গেয়েছেন। এই গানটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
আয়ুষ্মান খোরানা নিজে বলিউডের জনপ্রিয় গায়ক কিশোর কুমারের সব থেকে বড় ভক্তদের মধ্যে একজন। সম্প্রতি কিংবদন্তি এই গায়কের জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য একটি গান কভার করলেন অভিনেতা। আয়ুষ্মান কিশোর কুমারের জনপ্রিয় গান ড্রিম গার্ল নিজের গলায় গেয়েছেন এই ভিডিওতে। তার সাথেই এই ভিডিও আপলোড করে তিনি ক্যাপশন দিয়েছেন, “হ্যাপি বার্থডে কিশোরদা! ইওর লেগাসি লিভস অন।” এই ভিডিওতে কিশোর কুমারের এই গানটি গেয়ে তিনি সকলকে মুগ্ধ করে দিয়েছেন। তার গলায় এই গান শুনে সবাই যেনো সেই গোল্ডেন এরাতে ফিরে গিয়েছেন। সবাই আয়ুষ্মানের এই গানের প্রশংসা করেছেন। ভিডিওতে দারুন ভালো ভালো মন্তব্য পাচ্ছেন আয়ুষ্মান।
বিগত কিছু বছরে আয়ুষ্মান খুরানার ছবি খুব একটা জনপ্রিয় না হলেও, তার ড্রিম গার্ল ছবিটি বেশ জনপ্রিয় হয়েছিল। এই ছবিটি ১৪২ কোটি টাকা উপার্জন করতে পেরেছিল বক্স অফিসে। এর পরেই পরিচালক এই ছবির সিক্যুয়েল নিয়ে আসার পরিকল্পনা নেন। আগের ছবিতে আয়ুষ্মান খুরান এর বিপরীতে ছিলেন নুসরাত ভারুচা। তবে এবার নুসরাত ভারুচার পরিবর্তে থাকতে চলেছেন অনন্যা পান্ডে। খুব শীঘ্রই মুক্তি পাবে ড্রিম গার্ল ২। এই নতুন ছবিটি কতটা জনপ্রিয়তা পায় ভারতীয় বক্স অফিসে।
View this post on Instagram














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement