Maruti Suzuki Brezza EV: মারুতি সুজুকির আসন্ন বৈদ্যুতিক গাড়িতে পেয়ে যাবেন অত্যাধুনিক ফিচার, সঙ্গেই থাকবে ৫৫০ কিলোমিটারের রেঞ্জ
এই বৈদ্যুতিক গাড়ি আপনার জন্য দারুন লাভজনক হয়ে উঠতে পারে
ভারতের অটোমোবাইল শিল্পে মারুতি সুজুকি একটা বিশাল বড় নাম। বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী গাড়ি তৈরি করে আসছে এই কোম্পানিটি এবং তার গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে বহু বছর ধরে। বাজারে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবার কোম্পানিটি তার নতুন বৈদ্যুতিক SUV গাড়ি বাজারে আনতে চলেছে। এই নতুন ইলেকট্রিক গাড়ির নাম হতে চলেছে Maruti Suzuki Brezza EV। এই গাড়িটি আপনাদের জন্য এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে আসবে যা আপনি হয়তো আগে কোন গাড়িতে পাননি। চলুন দেখে নেওয়া যাক এই অত্যাধুনিক গাড়ির স্পেসিফিকেশন কিরকম এবং আপনি কতটা সস্তায় এই গাড়িটি কিনতে পারবেন
আপনারা হয়তো অনেকেই জানেন মারুতি সুজুকি এর আগে সিএনজি সংস্করণে এই গাড়িটি চালু করেছিল। সেই সময় এই জনপ্রিয় এসইউভি গাড়িটি সোশ্যাল মিডিয়াতে অনেকের নজর কেড়েছিল। আর এবারে এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক ভেহিকেল এর অপশন। এই গাড়িতেই আপনি পেয়ে যাবেন ৫৫০ কিলোমিটার এর রেঞ্জ যার ফলে আপনি ঘন ঘন ব্যাটারি চার্জ না করেই খুব সহজে দীর্ঘযাত্রা করতে পারবেন।
এই ইলেকট্রিক গাড়িতে একটি মজবুত ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ৬০ কিলোওয়াট ঘন্টা ক্ষমতা বিশিষ্ট একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি যথেষ্ট দক্ষতার সাথে দীর্ঘ দূরত্ব অতিক্রম করার শক্তি প্রদান করে এই গাড়িটিকে। এই এসইউভি একটি ৩২০ লিটার বুট স্পেস আপনাকে দিতে পারে। লাগেজ রাখার যথেষ্ট জায়গা আছে এই গাড়িতে। তার পাশাপাশি আপনার যাত্রার আরামকে বাড়িয়ে তুলতে রয়েছে আরো কিছু দারুন ফিচার। এখনো পর্যন্ত এই গাড়ির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি তবে আগামী বছর এই গাড়িটি ভারতে আসবে বলে মনে করা হচ্ছে। আর এই গাড়ির প্রারম্ভিক মূল্য হবে ১৫ লক্ষ টাকার কাছাকাছি।