সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বহুদিন পর সভায় দাড়িয়ে গর্জে উঠলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর ওপর ক্ষোভ উগরে দিলেন রবিবার হাওড়া ময়দানে এক সভায়।
এই সভায় দাড়িয়ে সূর্যকান্ত মিশ্র বিজেপি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেন, ‘নাগরিকপঞ্জীর জেরে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হলে তা ভেঙে দেবে সিপিএম’।
তিনি বলেন, অসমে হিন্দুরাই সবথেকে বেশি বাদ পড়েছে নাগরিকপঞ্জী তৈরি করতে গিয়ে। এই সবকিছুর জন্য রাজ্য সিপিএম সম্পাদক, নরেন্দ্র মোদী ও অমিত শাহকে গ্রেফতার করা উচিত বলে দাবি করেন।
তার দাবি, কেনো শুধুমাত্র ২০০৪ পর্যন্ত যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কেন মুসলিমদের বাদ দেওয়া হবে? তিনি জানতে চান।
তিনি আরও বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের সময় হিন্দু মুসলমান নির্বিশেষে লড়াই করেছে ইংরেজদের বিরুদ্ধে। তাহলে তারা কেন বাদ যাবে। ধর্মের বিরুদ্ধে যদি নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে তা সম্পূর্ণ বেআইনি বা সংবিধান বিরোধী।’