New car: বাজার কাঁপাতে মাহিন্দ্রা, টাটা আনছে এই ৩টি সস্তায় ৭-সিটার এসইউভি, জেনে নিন ফিচার
ভারতের বাজারে এই গাড়িগুলি বেশ জনপ্রিয়তা পাবে বলে মনে করা হচ্ছে
এই মুহূর্তে ভারতের বাজারে ৭ সিটের গাড়ির একটা ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে ভারতে ৭সিটের বেশ কিছু গাড়ি রয়েছে যেগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভারতের বিভিন্ন আয়ের জনতার কাছে। টাটা থেকে শুরু করে মাহিন্দ্রা টয়োটা এবং অন্যান্য গাড়ির কোম্পানিগুলি জোর কদমে সাত সিটের গাড়ি তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে ভারতের বাজারে সাত সিটের গাড়ির একটা বড় চাহিদাও রয়েছে। সেই চাহিদার দিকে খেয়াল রেখেই ভারতের বাজারে আসতে চলেছে ৩টি নতুন সাত সিটের গাড়ি। চলুন জেনে নেওয়া যাক এই ৩টি গাড়ির ব্যাপারে বিস্তারিত।
১. Citroen C3 Aircross
আগামী মাসে ভারতে এই গাড়িটি লঞ্চ হতে চলেছে এবং এই গাড়িতে আপনি ৫ সিট অথবা ৭ সিটের অপশন পেয়ে যাবেন। গাড়িটি একটি মাঝারি সাইজের একটি গাড়ি হতে চলেছে এবং এটি আদতে একটি এসইউভি। এই গাড়ি ব্যবহার করে আপনি খুব ভালো সিটি রাইডিং এক্সপেরিয়েন্স পাবেন। এই গাড়িটি সর্বাধিক ১১০ পিএস ক্ষমতা এবং ১৯০ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। এই গাড়িতে আপনারা পাচ্ছেন একটি ১.২ লিডার থ্রি সিলিন্ডার টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন। এই গাড়িতে আপনারা সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ইউনিট পেয়ে যাবেন।
২. Bolero Neo Plus
মাহিন্দ্রা কোম্পানির এই গাড়িটি সামনের মাসে লঞ্চ হতে চলেছে ভারতে এবং mahindra স্করপিও ক্লাসিক এর মতোই দেখতে হবে এই গাড়িটিকে। এই গাড়িতে আপনারা ৭ এবং ৯ সিটের অপশন পেয়ে যাবেন। এই গাড়ির ফিচার নিয়ে এখনো পর্যন্ত তেমন কিছু জানানো হয়নি তবে এই গাড়িতে একটি ডিজেল ইঞ্জিন থাকবে। Mahindra TUV300 গাড়িতে যেরকম ফিচার দেখা গিয়েছিল এই গাড়িতেও সেরকম অত্যাধুনিক কিছু ফিচার থাকতে পারে।
৩. Tata Safari Facelift
আগামী বছরের শুরুর দিকে এই গাড়িটি ভারতের বাজারে আসতে চলেছে। এই নতুন গাড়িটিকে আপনি ২০২৩ অটো এক্সপোতে দেখতে পেয়েছিলেন। এই গাড়িতে ২ লিটারের একটি ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এই গাড়ির ডিজাইন একেবারে আধুনিক করা হয়েছে। হ্যারিয়ার ইলেকট্রিক ভেহিকেল গাড়িটি যেরকম দেখতে ছিল অনেকটা সেরকমই ডিজাইন দেওয়া হয়েছে টাটা কোম্পানির এই গাড়িটিতে। তবে এই গাড়ির ফিচার সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।