Royal Enfield bullet: তিনদিন পরেই লঞ্চ হচ্ছে রয়েল এনফিল্ডের এই বিশেষ বুলেট, জেনে নিন কি কি ফিচার থাকবে নতুন
রয়েল এনফিল্ড ক্রেতাদের জন্য একটা বড় খবর রয়েছে
আর মাত্র তিনদিন পরেই লঞ্চ হতে চলেছে রয়েল এনফিল্ড কোম্পানির একেবারে নতুন রয়েল এনফিল্ড বুলেট। ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে এই নতুন রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ লঞ্চ করতে চলেছে। নতুন বুলেট ৩৫০ এর অফিসিয়াল লঞ্চ এর আগে সম্প্রতি এবার একটি ব্রশিয়োর ফাঁস হয়েছে যাতে এই বাইকের সমস্ত স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। এই নতুন বুলেট বাইকে আপনি একাধিক নতুন নতুন ফিচার এবং সুবিধা পেয়ে যাবেন যা আপনি এর আগে কখনোই পাননি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বাইকের অত্যাধুনিক কিছু ফিচারের ব্যাপারে।
আপনি এই বাইকে দুটি রং এর ভেরিয়েন্ট পাবেন মিলিটারি ব্ল্যাক এবং মিলিটারি রেড। এই বাইকে সামনের দিকে ডিস্ক ব্রেক থাকবে এবং পিছনের দিকে থাকবে ড্রাম ব্রেক। এছাড়াও এই বাইকে সিঙ্গেল চ্যানেলে এবিএস সিস্টেম দেওয়া হবে। নতুন জেনারেশনের বুলেট এর মিড এবং টপ স্পেক এখনো পর্যন্ত পুরোপুরি না জানা গেলেও এই বাইকের স্পেসিফিকেশন মোটামুটি ক্লাসিক রিবোর্ন থেকে ধার করা হতে পারে। এই বাইকে আপনি ছোট একটি ডিজিটাল এলসিডি স্ক্রিন পেয়ে যাবেন এবং পাবেন একটি অ্যানালগ স্পিডোমিটার। এই বাইকে একটি ইউএসবি চার্জিং পোর্ট আপনি দেখতে পাবেন। তবে সেটি আপনি পাবেন টপ স্পেক ট্রিমে।
এই বাইকে আপনারা পেয়ে যাবেন ফুয়েল ট্যাঙ্কের চারপাশে গোল্ডেন পিন স্ট্রাইপ ডিজাইন। সিগনেচার বুলেট স্ট্যান্ডার্ড ডিজাইন আপনারা পাবেন এই বাইকে। এই বাইকে থ্রিডি ডিজাইন এবং ক্রোম ইঞ্জিন মিরর আপনি পাবেন। টপ স্পেক ভেরিয়েন্টে ব্ল্যাক আউট ডিজাইন এবং রিয়ার ভিউ মিরর আপনি পাবেন যা এই বাইককে একটু স্পোর্টস লুক দিতে চলেছে। সার্কুলার হেড ল্যাম্প, ক্লাসিক টেইল ল্যাম্প, ক্রোম একজস্ট এবং তার সাথেই সমস্ত রেট্রো ডিজাইন থাকবে।
নতুন প্রজন্মের এই বুলেট বাইকে ডাউন টিউব ফ্রেমের সাথে নতুন J সিরিজ প্লাটফর্মের সমস্ত বৈশিষ্ট্য দেওয়া হবে। লং স্ট্রোক মোটর এবং অন্যান্য J সিরিজ মডেলের মতোই ২০.২ বিএইচপি ইঞ্জিন দেওয়া হবে। এই ইঞ্জিনটি হবে ৩৪৯ সিসি ক্ষমতা বিশিষ্ট একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি একটি ফাইভ স্পিড গিয়ার বক্সের সাথে যুক্ত। ইতিমধ্যেই এই বাইকের সাথে আনুষঙ্গিক অফার আপনি পাবেন। মোটামুটি আড়াই লাখের কাছাকাছি এই বাইকের দাম হতে পারে।