Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ind vs Pak: এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তানের মহাযুদ্ধ, দেখে নিন কবে মুখোমুখি হবে দুই মহাশক্তি

Updated :  Monday, September 4, 2023 5:53 PM

এশিয়া কাপের মেগা আসরে আজ নেপালের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এদিকে, চলতি টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। চলতি আসরের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে বিশাল রানের জয় এবং ভারতের বিপক্ষে ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সেরা চারে জায়গা করে নিয়েছে বাবর আজমরা। আজ নেপালের বিরুদ্ধে ম্যাচে জয়লাভ করলেই ভারত পৌঁছাবে সেরা চারে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, যদি সুপার-৪ এ ভারত পৌঁছায় সেক্ষেত্রে আবারও মাঠে গড়াতে পারে ভারত-পাকিস্তান মহাযুদ্ধ। তবে তার জন্য পূরণ করতে হবে কয়েকটি শর্ত। এশিয়া কাপে গ্রুপ-এ এর কথা বললে, প্রথম দল হিসেবে সুপার-৪ এ জায়গা নিশ্চিত করেছে শ্রীলংকা। এছাড়া দ্বিতীয় দল হিসেবে সেরা চারে যাওয়ার লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করলে সমীকরণে এগিয়ে যেতে পারে আফগানিস্তান।

কোন সমীকরণে ভারত-পাকিস্তান দ্বিতীয়বার মুখোমুখি হবে চলতি এশিয়া কাপে?

চলমানরত এশিয়া কাপের গ্রুপ-বি থেকে ভারত এবং পাকিস্তান সুপার-৪ নিশ্চিত করলে তবেই চলতি এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি হবে তারা। কারণ এশিয়া কাপের নিয়ম অনুসারে, সুপার-৪ এ দুটি গ্রুপের চারটি দল একে অন্যের বিরুদ্ধে মাঠে নামবে (অর্থাৎ প্রথম গ্রুপের ফার্স্ট কোয়ালিফায়ার Vs দ্বিতীয় গ্রুপের প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার এবং প্রথম গ্রুপের সেকেন্ড কোয়ালিফায়ার Vs দ্বিতীয় গ্রুপের প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার)। এই সমীকরণে ভারত ও পাকিস্তান পরস্পর সুপার-৪ এ নিজেদের ম্যাচে জয় নিশ্চিত করলেই এশিয়া কাপের ফাইনালে একে অন্যের বিরুদ্ধে মাঠে নামবে দুই পরাশক্তি। যে ম্যাচটি চলতি মাসের ১৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।