গতকাল নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচে জয়ের পর চলমানরত এশিয়া কাপের সুপার-৪ নিশ্চিত করেছে ভারতীয় দল। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। যার ফলে পয়েন্টস ভাগাভাগি হয় দুই দলের মধ্যে। এরপর নেপালের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়ের ফলে সরাসরি টিম ইন্ডিয়া সুপার-৪ খেলার যোগ্যতা অর্জন করে নেয়।
তবে এশিয়া কাপের মাঝপথেই খুশির হওয়া বইয়ে এলো ভারতীয় দলে। ভারতের তারকা ক্রিকেটার জসপ্রিত বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন গতকাল পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। যার ফলে এশিয়া কাপের মাঝ পথে দেশে প্রত্যাবর্তন করেছেন বুমরাহ। জানা গেছে, পুত্র সন্তান হওয়ার কারণে নেপালের বিরুদ্ধে ম্যাচ থেকে ছুটি নিয়েছেন তিনি।
এদিন দেশে ফিরেই নিজের পুত্রের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জসপ্রিত বুমরাহ। পাশাপাশি ছোট্ট একটি মেসেজও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের ছোট সংসার এখন বেড়েছে। আমাদের হৃদয় কখনও কল্পনা চেয়ে পূর্ণ হয়। আজ সকালে আমরা আমাদের ছেলে অঙ্গদ জসপ্রিত বুমরাহকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি, আমরা আনন্দিত এবং আমাদের জীবনের এই নতুন অধ্যায়টির জন্য সবার শুভকামনা আশা করি।’
এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন ভারতের তারকা ক্রিকেটার জসপ্রিত বুমরাহ। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আসর মিস করেছেন তিনি। উল্লেখ্য, চোট কাটিয়ে অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, সুপার-৪ এর প্রথম ম্যাচ থেকে ভারতীয় দলের অংশ হবেন জসপ্রিত বুমরাহ।