সামনেই ভারত-বাংলাদেশ টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। আর সেই জন্যই জোরকদমে চলছে প্রস্তুতি। ইডেনে আগে কোনদিন ভারত- বাংলাদেশ টেস্ট ম্যাচ হয়নি।
সৌরভ গাঙ্গুলি সিএবি প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর একটা বিরাট পদক্ষেপ নিতে চলেছেন। তিনি এই টেস্ট সিরিজকে ঐতিহাসিক করে রাখতে যতরকম ব্যাবস্থা নেওয়ার নিচ্ছে।
এই টেস্ট সিরিজে আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ আমন্ত্রণ করা হয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে শেখ হাসিনা উপস্থিত থাকবেন এই সিরিজকে ঐতিহাসিক রূপ দিতে। আশা করা যাচ্ছে মোদী ও মমতা দুজনকেই দেখা যাবে সেদিন ইডেনে।
এই ম্যাচের সবথেকে বড় চমক হল, এই টেস্টে টিকিটের দাম করা হয়েছে ৫০, ১০০ এবং ১৫০। এরকম করার কারণ, আজকাল সকলেই প্রায় টি টুয়েন্টি তে বিশ্বাসী। কেউ টেস্ট সেরকম দেখেনা। এই টেস্ট সিরিজকে অন্য রূপ দিতে চাই সৌরভ। যাতে এই টেস্টে দর্শকের সংখ্যা বাড়ানো যায় তার উদ্দেশ্যেই এমন উদ্দ্যোগ সৌরভের। এবার শুধু দেখার ইডেনে ভারত- বাংলাদেশ টেস্ট দেখতে কত দর্শকের ঢল নামে।