নতুন অবতারে লঞ্চ হবে Maruti Suzuki WagonR, থাকবে পারফরম্যান্সপ্যাক ইঞ্জিন, জানুন বিস্তারিত
বাজেট মূল্যের গাড়ির তালিকায় ভারতীয় মার্কেটে রাজ করছে ওয়াগনার
বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির বাজেট মূল্যে গাড়ির কথা বলতে গেলে প্রথমেই যেই গাড়ির কথা মাথায় আসে তা হল WagonR। এই গাড়িটি হল কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি। প্রচুর মানুষ এই বাজেট মূল্যের গাড়িটিকে ব্যাপক পছন্দ করেন।
আসলে ভারতীয় মার্কেটে সেই গাড়ি ব্যাপক পরিমাণে জনপ্রিয় হয় যাদের পারফরমেন্স টপনচ এবং সেইসাথে মাইলেজ দেয়। maruti suzuki কোম্পানির এই WagonR গাড়িটির ইঞ্জিন যেমন শক্তিশালী তেমন পাশাপাশি এই গাড়ি অনেক বেশি মাইলেজ দেয় অন্যান্য গাড়ির তুলনায়। এবার তো ভারতীয় মার্কেটে নতুন পারফরমেন্স আপডেট নিয়ে লঞ্চ হতে চলেছে এই মারুতি সুজুকি ওয়াগনার। নতুন Maruti WagonR-এ আপনি একটি শক্তিশালী ইঞ্জিন দেখতে পাবেন। Maruti WagonR ১.০ লিটার K সিরিজের ডুয়াল-জেট ডুয়াল VVT ইঞ্জিন এবং ১.২ লিটার ইঞ্জিন অপশন পাবেন। পাশাপাশি এটি ১.০ লিটার ইঞ্জিন সহ একটি কোম্পানির লাগানো S-CNG সংস্করণও পাবেন।
অন্যান্য ফিচারস এর কথা বলতে গেলে নতুন WagonR-এ একটি ৭ ইঞ্চি স্মার্টপ্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইউনিট, ৪ স্পীকার এবং স্টিয়ারিং মাউন্ট কন্ট্রোল পেয়ে যাবেন। আর নতুন ধরনের টপ রুফ, ওআরভিএম এবং পিলারও দেওয়া হয়েছে নতুন ওয়াগনআরে। নতুন এত ফিচারের জন্য অবশ্যই আগের তুলনায় এই গাড়ির দাম সামান্য বৃদ্ধি পাবে। তবে ঠিক কত দাম হবে এবং কবে লঞ্চ করবে তা এখনও কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি।