টেক বার্তা

৭০ কিলোমিটারের মাইলেজ নিয়ে ভারতের বাজারে আসছে হণ্ডা কোম্পানির এই নতুন বাইক, দেখুন ফিচার এবং দাম

এই বাইকটি ভারতের বাজারে বেশ ভালো নাম করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

Advertisement

আজকালকার দিনে ভারতের বাজারে বেশ কিছু নতুন নতুন বাইকের কোম্পানি প্রবেশ করেছে। বাজেট সেগমেন্টে একাধিক বাইক লঞ্চ করে গ্রাহকদের আকৃষ্ট করছে এই সমস্ত কোম্পানি। সম্প্রতি হণ্ডা কোম্পানিটি তাদের নতুন HONDA UNICORN 160 বাইক লঞ্চ করে দিয়েছে। ১৬০ সিসি ইঞ্জিন সহ এই বাইকটি লঞ্চ করা হয়েছে যাতে আপনি বেশ কিছু নতুন বৈশিষ্ট্য এবং নতুন ডিজাইন দেখতে পাবেন। ২০২৩ সালে যারা ভাল বাইক কিনতে চান তাদের জন্য এটি একটি দারুন বিকল্প হয়ে উঠেছে। যারা, কমদামের মধ্যে ভালো বাইক কিনতে চাইছেন তাদের জন্য এটা একটা দারুণ অপশন এবং এর মাইলেজ বেশ ভালো।

বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে হন্ডার এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন থ্রি-পড অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ডিজিটাল কনসোলের সিরিজ গুলির মধ্যে এটি অনেকটাই পুরনো ডিজাইনের। তবে এই ইন্সট্রুমেন্ট ক্লাসটার দেখতে পুরনো হলেও বৈশিষ্ট্যের দিক থেকে বেশ আধুনিক। এই বাইকে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম। ১৬০ সিসি সেগমেন্টের অন্যান্য বাইকের সাথে সরাসরি প্রতিযোগিতা করবে হোন্ডা কোম্পানির নতুন ইউনিকর্ন। এই সিরিজের মধ্যে রয়েছে বাজাজ পালসার 150, অ্যাপাশে আরটিআর 160।

এই বাইকের সব থেকে বড় পরিবর্তন হলো, ১৬৩ সিসি ক্ষমতা বিশিষ্ট একটি মোটর। ফুয়েল ইনজেক্টটেড এয়ার কুল ইঞ্জিন দেওয়া হয়েছে এই বাইকে। এই বাইকের ইঞ্জিনটি ১২.৯২ পিএস পাওয়ার এবং ১৪ নিউটন মিটার টর্ক জেনারেট করে। 150cc বাইক এর তুলনায় এই বাইকে টর্ক ১.২ নিউটন মিটার বৃদ্ধি পেয়েছে। এই বাইকে একটি ৫ গতির ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৭০ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ। ৯৫ হাজার টাকার সেগমেন্টে এই বাইকটি লঞ্চ করা হবে।

Related Articles

Back to top button