জলের দরে নতুন ইলেকট্রিক সাইকেল নিয়ে এলো টাটা, বারবার করতে হবে না ব্যাটারি চার্জ, দেখে নিন দাম এবং ফিচার
সম্প্রতি ভারতের বাজারে এই নতুন ইলেকট্রিক সাইকেল একেবারে ঝড় তুলে দিয়েছে
বর্তমানে সারা বিশ্বে শুরু হয়ে গিয়েছে একটা বৈদ্যুতিক যুগ। প্রচলিত পেট্রোল এবং ডিজেল গাড়ির পরিবর্তে এখন ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে ইলেকট্রিক গাড়ি এবং বাইক। সারা বিশ্বের যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে গত কয়েক বছরে, তাতে স্বাভাবিকভাবেই মানুষ বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকেছে। কোম্পানিগুলিও প্রতিনিয়ত তাদের বৈদ্যুতিক গাড়ি এবং বাইক বাজারে আনতে শুরু করেছে। এই ধরনের বৈদ্যুতিক গাড়ি এবং বাইক যেমন আপনার টাকা সাশ্রয় করবে, তেমনি কিন্তু আপনাকে একটা দারুন অভিজ্ঞতা দেবে। পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির গতি অনেক বেশি হলেও, সেই গাড়ি মেন্টেন করতে অনেক বেশি খরচ হয়। তার পাশাপাশি সেই সমস্ত গাড়ি থেকে নির্গত ধোঁয়া পরিবেশের ক্ষতি করতে পারে ব্যাপকভাবে। তার পরিবর্তে একটু স্লো ইলেকট্রিক গাড়িতে আপনার যেমন একদিকে হবে সাশ্রয়, তেমনি পরিবেশও ভালো থাকবে। তাই আজকাল প্রতিটি কোম্পানি, তাদের ইলেকট্রিক যানবাহন বাজারে আনতে শুরু করেছে। তবে শুধুমাত্র গাড়ি অথবা বাইক নয়, একই সাথে জনপ্রিয়তা পেয়েছে ইলেকট্রিক সাইকেল। এমন বেশ কয়েকটি কোম্পানি রয়েছে যেগুলি সস্তা দামে ভারতের বাজারে নিয়ে এসেছে একাধিক ইলেকট্রিক সাইকেল। এর মধ্যেই একটি কোম্পানি হলো Tata Strider। চলুন আজকে সেই সাইকেলের ব্যাপারেই আপনাদের জানাবো।
টাটা স্ট্রাইডার নিয়ে এসেছে নতুন Zeeta Plus
স্ট্রাইডার, টাটা ইন্টারন্যাশনালের মালিকানাধীন একটি কোম্পানি, এবারে তাদের নতুন বৈদ্যুতিক সাইকেল চালু করেছে। কোম্পানি তার ই-বাইকের নাম দিয়েছে Zeeta Plus, যা পরিবহনের ক্ষেত্রে পরিবেশ বান্ধব, নির্ভরযোগ্য এবং লাভজনক বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে।
Zeeta Plus ব্যাটারি এবং পাওয়ার
কোম্পানি এই বাইকটিতে ২৫০W BLDC মোটর ব্যবহার করেছে, যেটি প্রতিটি আবহাওয়ায় ভালো কাজ করতে সক্ষম। এই সাইকেলে ৩৬V-৬Ah ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা ২১৬Wh এর পাওয়ার আউটপুট দেয়। এটি একক চার্জে ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং এর সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘন্টা।
ডুয়াল ডিস্ক ব্রেক
কোম্পানি এই বৈদ্যুতিক সাইকেলে ডুয়াল ডিস্ক ব্রেক দিয়েছে, যার কারণে এটিকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়।
Zeeta Plus ই-সাইকেলের দাম
টাটার লঞ্চ করা এই সাইকেলের দাম রাখা হয়েছে ২৬,৯৯৫ টাকা, যা এই ইলেকট্রিক সাইকেলের প্রাথমিক মূল্য। কোম্পানি এই দামে এই সাইকেলটি তার প্রথম কয়েকজন গ্রাহকের কাছে বিক্রি করবে, পরে এর দাম ৬,০০০ টাকা বাড়ানো হবে। এই সাইকেলটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।