পুজোর আগে খুশির খবর! অ্যাকাউন্টে ঢুকবে বিপুল টাকা, বড় উপহার দেবে মোদি সরকার
DA ৩ শতাংশ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর শোনাতে চলেছে মোদি সরকার। আবারো তাদের ডিএ বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। DA বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও অনেক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। জানা যাচ্ছে যে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর ফলে বর্তমানের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ হবে। এরফলে পুজোর ঠিক আগে অ্যাকাউন্টে একসাথে অনেক টাকা আসবে কেন্দ্রীয় কর্মচারীদের।
ডিএ নির্ধারণ করা হয় শ্রম ব্যুরোর CPI-IW-র সূচকের ভিত্তিতে। শ্রম ব্যুরো শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। জুলাই মাসে জন্য CPI-IW ৩.৩ পয়েন্ট বেড়ে ১৩৯.৭-এ পৌঁছেছে। এক মাসের পরিবর্তনের দিকে তাকালে দেখা যায়, আগের মাসের তুলনায় ২.৪২ শতাংশ বেড়েছে। তাই আশা করা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ হারে ডিএ বাড়বে। এই ডিএ বাড়লে বেতন কত বাড়বে? জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ধরুন কারোর প্রতি মাসে মূল বেতন ১৫ হাজার টাকা। তিনি বর্তমানে ৬,৩০০ টাকা মহার্ঘ ভাতা পান, যা মূল বেতনের ৪২ শতাংশ। ৩ শতাংশ বাড়লে প্রতি মাসে ডিএ বেড়ে দাঁড়াবে ৬,৭৫০ টাকা। আগের তুলনায় ৪৫০ টাকা বৃদ্ধি পাবে। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার তাদের এক কোটির বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের এই ডিএ সুবিধা দিয়ে থাকেন। তাই এবার কেন্দ্রীয় সরকার কবে আনুষ্ঠানিক ঘোষণা করে পরবর্তী DA বৃদ্ধি করবে সেটাই দেখার।