Honda কোম্পানির এই বাইকের দারুন লুক চমকে দেবে TVS Apache-কে, ৬৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ সহ ব্র্যান্ডেড বৈশিষ্ট্যও পাবেন আপনি
এই বাইকটি ভারতের বাজারে ঝড় তুলতে চলেছে খুব শীঘ্রই
ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ হয়ে গিয়েছে হন্ডা কোম্পানির নতুন বাইক SP ১২৫। এই বাইকে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু ব্র্যান্ডেড ফিচার এবং তার সাথেই পেয়ে যাবেন ৬৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ। এই বাইকে আপনি একটি কুল লাইট সেন্সর পাবেন যা আপনি এই দামের অন্য কোন বাইকে দেখতে পাননি। এই বাইকটি বাজারে এসেছে BS ৬ ফেজ ২ স্ট্যান্ডার্ড ইঞ্জিনের সাথে। এই বাইকের দাম রাখা হয়েছে মাত্র ৮৫ হাজার ১২১ টাকা। চলুন তাহলে এই বাইকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই বাইকের লুক এবং ডিজাইন সম্পর্কে কথা বললে আপনি এতে পুরনো লুক দেখতে পাবেন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি সিঙ্গেল পড হেডলাইট, বডি কালার হেডলাইট কাউল, বডি কালার ফ্রন্ট ফেন্ডার, ফুয়েল ট্যাংক শ্রউড, বডি কালার পিলিয়ন গ্রাব রেল এবং আরো কিছু আধুনিক ফিচার। এই বাইকটি আপনারা পেয়ে যাবেন পাঁচটি আলাদা আলাদা রঙের বিকল্পে। এর মধ্যে রয়েছে কালো, ম্যাট এক্সিস গ্রে মেটালিক , ইম্পেরিয়াল রেড মেটালিক, পারল সাইলেন ব্লু, এবং ম্যাট মার্বেল ব্লু মেটালিক।
এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি এমন ইঞ্জিন যা আপনাকে ১০.৭ বিএইচপি পাওয়ার দিতে পারে। এই ইঞ্জিনটি সর্বাধিক ১০.৯ নিউটন মিটার টর্ক জেনেরেট করতে পারে। এই বাইকে আপনি সাইলেন্ট স্টার্ট এর জন্য এসিজি স্টার্টার মোটর পেয়ে যাবেন। এছাড়াও এই বাইকে ফাইভ স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৬৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ। এছাড়াও আরো বেশ কিছু আকর্ষণীয় ফিচার আপনারা পাচ্ছেন এই বাইকে। এই বাইকে আপনাদের জন্য থাকছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও রয়েছে ইন্টিগ্রেটেড পাস লাইট সুইচ, এবং অ্যালয় হুইল ফিচার। এর পাশাপাশি রয়েছে এলইডি হেড লাইট এবং কম্বি ব্রেক সিস্টেম। ১২৫ সিসি ইঞ্জিনের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন মাত্র ৮৫ হাজার টাকায়। অন্যদিকে এর টপ স্পেক ভেরিয়েন্ট ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের এর দাম রাখা হয়েছে ৮৯ হাজার টাকা।