টেক বার্তা

লঞ্চ হবে Techno কোম্পানির ফ্লিপ ফোন Phantom V Flip 5G, থাকবে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে ও MediaTek Dimensity 88050 চিপসেট

Amazon India তে এক্সক্লুসিভ সেল হবে Phantom V Flip 5G ফোনের

Advertisement

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। আজকালকার দিনে ফ্লিপ ফোন নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে। তবে বেশিরভাগ কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ রেঞ্জে এই ফ্লিপ ফোন রিলিজ করছে। তবে এবার একটি কোম্পানি মোটামুটি বাজেট রেঞ্জে নিয়ে এক ফ্লিপ ফোন। দীর্ঘদিন ধরেই এই ফোন নিয়ে ইন্টারনেট দুনিয়াতে অনেক আলোচনা চলছিল। Techno কোম্পানি জানিয়েছে যে ২২ সেপ্টেম্বর কোম্পানি ভারতে তাদের Phantom V Flip 5G লঞ্চ করবে। এই ফোন লঞ্চ হলে এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় পড়বে Moto Razr 40 এবং Samsung Galaxy Z Flip 5 ফোনের সাথে।

কি কি ফিচার থাকবে এই ব্র্যান্ড নিউ Techno Phantom V Flip 5G ফোনে? আপনাদের জানিয়ে রাখি, 1080p রেজোলিউশন সহ একটি ৬.৯ ইঞ্চি প্রাথমিক FHD+ ডিসপ্লে থাকবে। আর একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 চিপসেট এই ফোল্ডেবল স্মার্টফোনটিকে শক্তি দেবে। অনুমান করা হচ্ছে যে ফ্যান্টম ভি ফ্লিপে একটি ৬৪ MP প্রাথমিক ক্যামেরা এবং একটি ৩২ MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে।

এই ফ্লিপ ফোনটি ২৫৬ GB অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৮ GB RAM অপশনে আসবে। এই ফোন লঞ্চ নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে সকলের মধ্যে। এই Techno কোম্পানির স্মার্টফোন ফ্লিপ ফোনের জগতে বিপ্লব করতে পারে। এই ফোনটি Amazon India তে এক্সক্লুসিভ সেল হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button