ফের বাজারে ঝটকা দিতে চলেছে টাটা, আরও শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে লঞ্চ হবে হ্যারিয়ার ফেসলিফট
টাটা মোটরস খুব শীঘ্রই তাদের নতুন গাড়ি বাজারে আনতে চলেছে। যার নাম টাটা হ্যারিয়ার ফেসলিফট। আপনি এই গাড়িতে অনেক নতুন পরিবর্তন দেখতে পাবেন। এই গাড়ির নতুন চেহারাও দেখতে পাবেন বলে আশা করব হচ্ছে। খুব শিগগিরই এই গাড়িবাজারে আসতে পারে টাটা হ্যারিয়েরের ফেসলিফট ভার্সন।
টাটা হ্যারিয়ার ফেসলিফটে ২.০ লিটার ক্রিয়োটেক ডিজেল ইঞ্জিন থাকতে পারে যা ১৭০ বিএইচপি এবং ৩৫০ এনএম টর্ক উত্পাদন করতে সক্ষম হবে বলে বিভিন্ন মিডিয়া রিপোর্টে লেখা হয়েছে। ট্রান্সমিশন অপশনের মধ্যে রয়েছে ৬ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক এবং ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।
নতুন টাটা হ্যারিয়ার ফেসলিফটে আপনি অনেক নতুন বৈশিষ্ট্য পাবেন। এছাড়াও থাকছে ১০ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ভেন্টিলেটেড সিট, প্যানোরামিক সানরুফ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ছয়টি এয়ারব্যাগ, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ফিচার এবং অ্যাডভান্সড এডিএএস প্রযুক্তি। আশা করা হচ্ছে, ২০২৪ সালে এই গাড়ি বাজারে আসতে পারে। আপনি এই গাড়ির সম্পূর্ণ নতুন চেহারা দেখতে পাবেন। পরীক্ষার সময় এই গাড়িটি বহুবার দেখা গিয়েছে।
ভারতবাসীর কাছে টাটা কোম্পানির গাড়ি বলতে মানুষ মনে করতেন বিভিন্ন আকারের লরি কিংবা বাস। দুটি গাড়ি টাটা সম্পর্কে মানুষের ধারণা বদলে দিয়েছিল। সাফারি ছাড়া হ্যারিয়ের এবং নেকশন আধুনিক গাড়ি বাজারে নতুন করে তুলে ধরেছিল টাটা মোটরসকে। সেফটি উপরে উল্লেখিত দুই গাড়ির বিশেষ বিষয় হয়ে উঠেছিল ক্রেতাদের কাছে। তবে পাওয়ার নিয়ে কিছু অভিযোগ শোনা যায়। গাড়ি প্রেমীদের অনেকের দাবি, ৪*৪ ভার্সনে বের করা হোক টাটা হ্যরিয়ের। সেই সঙ্গে বাড়ানো হোক আর একটু পাওয়ার।