রয়েল এনফিল্ডের ডানা ছাঁটতে ভারতে আসছে নতুন YAMAHA RX 100, শক্তিশালী ইঞ্জিন নিয়ে প্রবেশ করবে ভারতীয় বাজারে
রয়েল এনফিল্ড এর সমস্ত জারিজুড়ি শেষ করতে এবারে ভারতের বাজারে আসছে yamaha কোম্পানির রেট্রো ডিজাইনের বাইক
এবারে রয়াল এনফিল্ডের ডানা কাটতে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে একেবারে নতুন লুকের yamaha RX100। শক্তিশালী ইঞ্জিন নিয়ে খুব শীঘ্রই বাজারে প্রবেশ করবে এই বাইকটি। একটা দীর্ঘ সময় ধরে তরুণদের কাছে প্রথম পছন্দ ছিল এই বাইকটি। এই বাইকটি ৯০ এর দশকে ছিল শিশুদের একমাত্র স্বপ্ন। তারপর হঠাৎ করেই এই বাইকের প্রোডাকশন বন্ধ করে দেয় yamaha কোম্পানিটি। তারপরে প্রায় তিন দশক পেরিয়ে গেছে। এত বছর পর আবারো নতুন ভূমিকায় আসতে চলেছে এই বাইক। আপনাদের জানিয়ে রাখি, এশিয়ার মার্কেটে ইতিমধ্যেই এই বাইকটি প্রবেশ করবে বলে জানা যাচ্ছে
৯০ এর দশকের নস্টালজিয়া নিয়ে এই বাইকটি আসলেও একেবারে পুরনো স্টাইলে এই বাইক কিন্তু আসবে না। এই বাইকে আপনারা ২ স্ট্রোক ইঞ্জিন দেখতে পেতেন সেই সময়। কিন্তু এখন এই বাইকে আপনারা পাবেন নতুন BS 6 ইঞ্জিন। এই ইঞ্জিনটি হতে চলেছে ২০০ সিসি ক্ষমতার এবং একেবারে আধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন হবে এই ইঞ্জিন। জানা যাচ্ছে ১২৫ সিসি ইঞ্জিনের সাথেও একটি ভেরিয়েন্ট বের করবে ইয়ামাহা। মূলত, রয়েল এনফিল্ড এর সঙ্গে প্রতিযোগিতা করতে বাজারে আসছে এই বাইক। এমনিতেই ভারতের রাস্তায় ইয়ামাহা কোম্পানির বাইকের একটা রাজত্ব রয়েছে। সেই জায়গায় রেট্রো ডিজাইনের বাইক যদি yamaha আনতে পারে, তাহলে রয়েল এনফিল্ড এর বাজার অনেকটাই শেষ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কিন্তু প্রশ্নটা হল কবে আসবে এই বাইক? সূত্রের খবর অনুযায়ী ২০২৫ সালের শেষ দিক নাগাদ এই বাইকটি চালু হতে পারে। তবে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে আপনাকে এই বাইকের জন্য। তবে যদি ২০২৫ সালে এই বাইকটি ভারতের বাজারে লঞ্চ হয় তাহলে কিন্তু একেবারেই জারিজুড়ি শেষ হয়ে যাবে রয়াল এনফিল্ডের। এখন দেখার বিষয় এই yamaha বাইকটি আগামী সময়ে ভারতের বাজারে কতটা জনপ্রিয়তা পায়।