৯৫ হাজার টাকায় বাড়ি নিয়ে যান ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক কার, এর সামনে টিয়াগোও হবে ফেল
এই নতুন গাড়ি দিয়ে তৈরি করেছে মুম্বাই ভিত্তিক স্টার্টআপ কোম্পানি পার্সোনাল মবিলিটি ভেহিকেল
দেশের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ির কথা উঠেই সবার আগে তালিকায় চলে আসে TATA TIAGO EV অথবা MG COMET EV- র নাম। তবে এবারে এমন একটি গাড়ি ভারতের বাজারে লঞ্চ হয়েছে যা এই দুটি গাড়িকে সমান সমান টক্কর দিতে পারে। উপরন্তু এই গাড়ির দাম এই দুটি জনপ্রিয় গাড়ির তুলনায় অনেকটাই কম। ফলে সবদিক থেকেই ইলেকট্রিক গাড়ি দুনিয়ায় এটি হতে চলেছে ভবিষ্যতের সব থেকে জনপ্রিয় গাড়ি। মুম্বাই ভিত্তিক স্টার্টআপ পার্সোনাল মবিলিটি ভেহিকেল PMV এই গাড়িটি লঞ্চ করেছে এবং এই গাড়ির নাম দেওয়া হয়েছে PMV EAS-E। এটি হতে চলেছে একটি মাইক্রোকার এবং এই গাড়িটির এক্স শোরুম দাম হবে মাত্র ৪.৭৯ লক্ষ টাকা।
এই গাড়িটির দৈর্ঘ্য হবে মাত্র ২৯১৫ মিলিমিটার। শুধুমাত্র ২০০০ টাকা টোকেন ভ্যালু দিয়ে আপনি এই গাড়িটি কিনতে পারেন। কোম্পানির দাবি এই গাড়িটি একবার চার্জ করলে ২০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ আপনাকে অফার করবে। এটি একটি ১৫ এম্পিয়ার সকেট থেকে চার্জ করা যেতে পারে এবং মাত্র ৪ ঘন্টায় এই গাড়ি চার্জ হয়ে যাবে। আপনার কাছে যদি এই সস্তা গাড়িতে কেনার বাজেট না থাকে তবে আপনি মাসিক ইএমআই দিয়েও এই গাড়িটি কিনতে পারেন। আপনি এই বৈদ্যুতিক গাড়িতে ২০ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে অবশিষ্ট পরিমাণে একটি অটো লোন গ্রহণ করতে পারেন। আপনি সর্বাধিক ৭ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে পারবেন। ৩ থেকে ৭ বছরের জন্য এই সুদ ধার্য হবে
আপনি যদি এই গাড়িটির জন্য অটো লোন গ্রহণ করেন তাহলে আপনি ব্যাঙ্ক অফ বরোদা থেকে অটো লোন গ্রহণ করতে পারবেন। এর জন্য আপনি ১৫০০ টাকা আলাদা করে প্রসেসিং ফি দিয়ে এই ব্যাংকের থেকে লোন গ্রহণ করতে পারেন। মাত্র ৭% সুদে আপনি এই লোন পেয়ে যাবেন। অন্যদিকে যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই গাড়িটির জন্য অটো লোন গ্রহণ করতে চান তাহলে আপনাকে ৭.২০ শতাংশ করে সুদ দিতে হবে। ফেডারেল ব্যাংক থেকে অটো লোন গ্রহণ করলে আপনাকে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিতে হবে। তবে ফেডারেল ব্যাংকের সুবিধাটা হলো এই ঋণ আপনি ৫ বছর থেকে ৭ বছর পর্যন্ত গ্রহণ করতে পারেন। অর্থাৎ আপনি গাড়ির এক্স শোরুম মূল্যের ২০ শতাংশ ডাউনপেমেন্ট করে অবশিষ্ট টাকা লোন গ্রহণ করতে পারেন। এরপর সহজ ইএমআই দিয়ে এই লোন পরিশোধ করতে পারেন।
সাত বছরের হিসাব যদি আমরা দেখতে যাই, তাহলে এই গাড়িটির এমনিতে দাম ৪.৭৯ লক্ষ টাকা। এর ২০ শতাংশ ডাউনপেমেন্ট অর্থাৎ ৯৫,৮০০ টাকা। অর্থাৎ আপনাকে ৩,৮৩,২০০ টাকার লোন গ্রহণ করতে হবে। আপনি যদি ৭ বছরের জন্য ৮% সুদে এই লোন গ্রহণ করেন তাহলে আপনাকে প্রতি মাসে ৫,৯৭৩ টাকা করে ইএমআই দিতে হবে। এই হিসেবে আপনি ঋণে ১ লক্ষ ১৮ হাজার ৫০২ টাকা সুদ দেবেন। ঋণ দেওয়ার জন্য আপনার মোট অর্থ প্রদান হবে ৫,০১,৭০২ টাকা।