টেক বার্তা

কম্পিউটারের মতো ফোনেও যুক্ত হচ্ছে এই ফিচার, ঝঞ্ঝাট থেকে এক ক্লিকে মুক্তি

Advertisement

GMail এ আসা স্প্যাম মেসেজ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। অ্যান্ড্রয়েডে জিমেইলে নতুন ফিচার আনতে চলেছে গুগল। খুব শিগগিরই জিমেইলে ‘সিলেক্ট অল’ অপশন দিতে চলেছে গুগল। নতুন ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা একবারে পুরো ইনবক্স মেসেজ মুছে ফেলতে পারবেন।

এই বৈশিষ্ট্যটি ইতিমধ্যে ওয়েব অ্যাপে উপস্থিত রয়েছে। এই নতুন ফিচারের সাহায্যে আপনি অপ্রয়োজনীয় স্প্যাম জিমেইল এক নিমেষে মুছে ফেলতে পারবেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই ব্যবহারকারীরা এই ফিচার দেখতে শুরু করবেন। আপনি যদি এই বৈশিষ্ট্যটি নিজের ফোনে যুক্ত করতে চান তবে গুগল প্লে স্টোরে যান এবং অ্যাপটি আপডেট করুন। একবার অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গেলে, আপনি একটি নতুন ফিচার দেখতে পাবেন।

GMail

মনে রাখবেন যে ব্যবহারকারীরা একবারে একাধিক ইমেল মুছতে পারলেও এটি ৫০ টি ইমেলের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ আপনি আপনার জিমেইল থেকে একবারে মাত্র ৫০ টি ইমেইল ডিলিট করতে পারবেন। আপনি যদি পুরো জিমেইল পরিষ্কার করতে চান তবে আপনাকে আবার একই প্রক্রিয়া করতে হবে।

জিমেইলে ‘সিলেক্ট অল’ ফিচারটি যেভাবে ব্যবহার করবেন:-

• অ্যান্ড্রয়েড ফোনযুক্ত ব্যক্তিরা সহজেই তাদের ইনবক্সে অপ্রয়োজনীয় ইমেলগুলি মুছতে পারেন।

• প্রথমে আপনার জিমেইল একবার আপডেট করুন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল অ্যাপটি খুলুন।

• আপনার ইনবক্সে ইমেলগুলির মধ্যে একটিতে আলতো চাপুন এবং ক্লিক করে ধরে থাকুন।

• এবার সমস্ত ইমেল নির্বাচন করতে শীর্ষে প্রদর্শিত চেকবক্সটি নির্বাচন করুন।

• এখানে আপনি সর্বোচ্চ ৫০টি ইমেইল বেছে নিতে পারবেন।

• সমস্ত নির্বাচিত ইমেল মুছতে ডিলিট অপশনে ট্যাপ করুন।

• পুরো জিমেইল সাফ করতে আপনি এই প্রক্রিয়াটি পুনরায় শুরু করতে পারেন।

Related Articles

Back to top button