গতকাল অস্ট্রেলিয়া বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় অর্জন করেও বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। কোহলি-রাহুলের যুগলবন্দিতে ৮.৪ ওভার বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। তবে লজ্জা রেকর্ড গড়া থেকে শেষ রক্ষা হয়নি ইন্ডিয়ার। গতকাল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ভারত। যেখানে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
তবে ইনিংসের শুরুতে অস্ট্রেলিয়ান অধিনায়কের সিদ্ধান্ত ভুল প্রমাণিত করতে শুরু করেন ভারতীয় বোলাররা। বিশেষ করে ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র যাদেজা ৩টি মূল্যবান উইকেট দখল করে অস্ট্রেলিয়ান দলের মিডিল অর্ডার ধ্বংস করেন। পাশাপাশি জসপ্রিত বুমরাহ এবং কুলদীপ যাদব ২টি করে উইকেট দখল করেন। এছাড়া হার্দিক পান্ডিয়া এবং রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট দখল করেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
এদিকে, সহজ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ে ফেলে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। শুরুতেই মিচেল স্টার্কে বলে গোল্ডেন ডাক পান ভারতের ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিষাণ। এখানে শেষ নয়, ইনিংসের দ্বিতীয় ওভারে জশ হ্যাজেলউড (ব্যক্তিগত প্রথম ওভারে) নেন ২ উইকেট। তৃতীয় বলে অধিনায়ক রোহিতকে (০/৬) আউট করার পর শেষ বলে শ্রেয়াস আইয়ারকে (০) প্যাভিলিয়নের পথ দেখান তিনি।
আর এর সাথে সাথে একদিনের বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড নিজেদের নামে করে নেয় টিম ইন্ডিয়া। টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে ৩ জন ব্যাটসম্যান রানের খাতা শুরু করার পূর্বেই ফেরেন সাজঘরে। ইতিপূর্বে ভারত ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে এমন লজ্জার রেকর্ড গড়েছিল।