টেক বার্তা

পেট্রোল অথবা চার্জ দেওয়ার কম ঝামেলা নেই, অত্যাধুনিক প্রযুক্তির স্কুটার লঞ্চ করতে চলেছে Bajaj

বাজাজের তরফ থেকে বলা হয়েছে, নতুন এই ইলেকট্রিক স্কুটারটি ক্রয় করলে চার্জ দেওয়ার ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পাবেন গ্রাহকরা।

Advertisement

দিনের পর দিন জ্বালানী তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বেড়েই চলেছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। মূলত, কম খরচে অধিক পথ অতিক্রম করা সম্ভব বলে আজকাল বেশিরভাগ মানুষ চিরাচরিত পেট্রোল কিংবা ডিজেল গাড়ি ছেড়ে ইলেকট্রিক গাড়ির দিকে মনোনিবেশ করছে। বিশেষ করে বিগত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে ইলেকট্রিক স্কুটার বিক্রয়ের হার। বর্তমানে ভারতের বাজারে Ola, TVS, Honda এবং Bajaj-এর মতো চিরাচরিত কোম্পানি গুলির পাশাপাশি একাধিক নতুন কোম্পানি ইলেকট্রিক গাড়ি নির্মাণ করছে। যা মানুষের কাছে বিশ্বাস ভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।

তবে প্রতিযোগিতামূলক এই বাজারে গাড়ি নির্মাণ সংস্থা বাজাজ এবার নতুন ইলেকট্রিক স্কুটারের সাথে ভারতীয়দের পরিচয় করিয়ে দিতে চলেছে। যদিও নতুন এই ইলেকট্রিক স্কুটারটি এখনও পর্যন্ত পর্যবেক্ষণমূলক পরিস্থিতিতে রয়েছে। তবে খুব শীঘ্রই Ola S1 Air-এর প্রতিযোগী হিসেবে বাজাজের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হবে বাজারে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটারে চেতকের সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। তবে কিছু নতুন প্রযুক্তি সংযুক্ত করা হবে এই ইলেকট্রিক স্কুটারে।

বাজাজের তরফ থেকে বলা হয়েছে, নতুন এই ইলেকট্রিক স্কুটারটি ক্রয় করলে চার্জ দেওয়ার ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পাবেন গ্রাহকরা। কারণ, বাজাজের এই নতুন ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হচ্ছে অদল বদল যোগ্য ব্যাটারি। অর্থাৎ আপনি চাইলে চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাটারি খুলে নতুন ব্যাটারি প্রতিস্থাপন করতে পারবেন। আর এভাবেই বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনি। এখানেই শেষ নয়, দামের ক্ষেত্রেও ভিন্নতা আনতে চলেছে বাজাজ। জানা যাচ্ছে, তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটারের অন রোড মূল্য ১ লাখের কাছাকাছি হবে। যেখানে বাজাজ চেতক ইলেকট্রিক গাড়ির মূল্য ১.২ লাখ টাকার কাছাকাছি।

Related Articles

Back to top button