Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিশ্বকাপের শুরুতে কোহলির ৫ বিশ্ব রেকর্ড, শচীনকে পেছনে ফেলে বসলেন রাজার আসনে

Updated :  Wednesday, October 11, 2023 9:14 AM

প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় দিয়ে ২০২৩ বিশ্বকাপ যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় নিশ্চিত করা মোটেও সহজ ছিল না ভারতীয় দলের জন্য। শুরুতেই ২ রানে ৩টি মূল্যবান উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। এরপর কে এল রাহুলের সাথে জুটি বেঁধে দলকে জয়ের গণ্ডি পার করান বিরাট কোহলি। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার ব্যাটিং লাইন-আপ।

কে এল রাহুলের অপরাজিত ৯৭ রানের ইনিংস এবং বিরাট কোহলির ৮৫ রানের ইনিংসের উপর নির্ভর করে জয় নিশ্চিত করে ভারত। আর এই জয়ের পাশাপাশি বিশ্বকাপের শুরুতেই ৫টি গুরুত্বপূর্ণ রেকর্ড নিজের নামে করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন রেকর্ড নিজের নামে যুক্ত করেছেন ভারতের তারকা ক্রিকেটার-

১. সর্বোচ্চ ক্যাচ: এদিন স্লিপে দাঁড়িয়ে মিচেল মার্শের ক্যাচ ধরে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ড নিজের নামে করেছেন বিরাট কোহলি। ইতিপূর্বে ১৪টি ক্যাচ নিয়ে এই তালিকার শীর্ষস্থানে ছিলেন অনিল কুম্বলে। তবে এবার ১৫টি ক্যাচ ধরে তালিকার শীর্ষস্থানে পৌঁছেছেন কিং কোহলি।

বিশ্বকাপের শুরুতে কোহলির ৫ বিশ্ব রেকর্ড, শচীনকে পেছনে ফেলে বসলেন রাজার আসনে

২. সবচেয়ে দ্রুত ১১ হাজার রান: এদিন ৮৫ রানের জ্বলন্ত ইনিংসের সুবাদে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত ১১,০০০ রানের গন্ডি পার করার কৃতিত্ব অর্জন করেছেন বিরাট কোহলি।

৩. আইসিসি টুর্নামেন্টে সর্বোচ্চ রান: এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে লম্বা ইনিংসের সুবাদে আইসিসি টুর্নামেন্টে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টারের ঝুলিতে ছিল ৫৮ ইনিংসে ২৭১৯ রান। আর বিরাট কোহলির ৮৫ রানের ইনিংস খেলে ৬৪ ইনিংসে কোহলির আইসিসি প্রতিযোগিতায় রান দাঁড়িয়েছে ২৭২০ রানে।

বিশ্বকাপের শুরুতে কোহলির ৫ বিশ্ব রেকর্ড, শচীনকে পেছনে ফেলে বসলেন রাজার আসনে

৪. সর্বোচ্চ গড়ে রান সংগ্রহ: আইসিসির টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ গড়ে রান সংগ্রহ করার রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন বিরাট কোহলি। ইতিপূর্বে এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের নামে (৫২.২৮)। তবে সেই রেকর্ড ভেঙে বিরাট কোহলি (৬৫.২৩) সর্বোচ্চ গড়ে রান সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করেছেন।

বিশ্বকাপের শুরুতে কোহলির ৫ বিশ্ব রেকর্ড, শচীনকে পেছনে ফেলে বসলেন রাজার আসনে

৫. রান তাড়া করে বিশ্ব রেকর্ড: এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ রান তাড়া করতে নেমে এই বিস্ময়কর রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। রান তাড়া করতে গিয়ে শচীন তেন্ডুলকরের সংগ্রহ ছিল ১২৪ ইনিংসে ৫৪৯০ রান। যা এদিন টপকে বিরাট কোহলি মাত্র ৯২ ইনিংসে ৮৮.৯৮ গড়ে ৫৫১৭ রান সংগ্রহ করেছেন।