২০০ মেগাপিক্সলের DSLR ক্যামেরা, ১ টিবি পর্যন্ত স্টোরেজ সঙ্গে আরও অনেক ফিচার, খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন
বাজারে একের পর এক নতুন স্মার্টফোন আনছে স্যামসাং। স্যামসাং স্মার্টফোন তার মূলত প্রসেসর এবং এর চমৎকার ডিজাইনের কারণে বিশেষভাবে পছন্দ করা হয়। এর পাশাপাশি স্যামসাংয়ের স্মার্টফোন পছন্দের অন্যতম কারণ এর ক্যামেরা। এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই স্যামসাং তাদের নতুন ৫জি স্মার্টফোন বাজারে আনতে পারে। প্রতিষ্ঠানটি স্মার্টফোনের নাম Samsung S24 Ultra 5G দিয়েছে। যা ১ টিবি পর্যন্ত স্টোরেজ এবং ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে দারুণ সব ফিচারে দেখা যাবে। স্যামসাংয়ের এই স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে, যা নিয়ে আমরা আলোচনা করব।
স্যামসাংয়ের স্মার্টফোনটির ভিতরে ৬.৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে সহ ১৪৪ হার্জ রিফ্রেশ রেট দেওয়া যেতে পারে। একই সঙ্গে স্যামসাংয়ের এই স্মার্টফোনের ভেতরে অ্যান্ড্রয়েড ১৪ এর লেটেস্ট অপারেটিং সিস্টেম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এর ৫জি প্রসেসর ব্যবহার করতে পারে কোম্পানি। স্যামসাংয়ের স্মার্টফোনেও দেখা যাবে অনেক অত্যাধুনিক ফিচার। স্যামসাং এস২৪ আল্ট্রা ৫জি স্মার্টফোনের ভেতরেও প্রতিষ্ঠানটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করতে পারে, যা ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জার এবং ৪৫ ওয়াটের ওয়্যার চার্জ দিয়ে লঞ্চ করা হতে পারে।
২০০ মেগাপিক্সেলের মূল প্রাইমারি ক্যামেরা দেখা যাবে, যার মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর লেন্স এবং ১০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর লেন্স। এতে আরও ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর লেন্স দেখা যাবে। স্যামসাং এস২৪ আল্ট্রা ৫জি স্মার্টফোনের ভেতরে সেলফি, ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও ব্যবহার করতে পারবে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের এই স্মার্টফোনের দাম এখনও প্রকাশ করেনি কোম্পানি। তাই স্মার্টফোনটির দাম সম্পর্কে বলা মুশকিল। তবে তালিকাভুক্তির সময় এই স্মার্টফোনে ১২ গিগাবাইট পর্যন্ত RAM দেখা যাবে। এর সাথে স্যামসাং এস২৪ আল্ট্রা ৫জি স্মার্টফোনের ভিতরে ১ টিবি পর্যন্ত টপ মডেল স্টোরেজ দেখা যাবে। ২০২৪ সালের প্রথম তিন মাসের মধ্যেই লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।