Virat Kohli’s 49th ODI Century: ‘আমি কেন অভিনন্দন জানাব’, কোহলির বিশ্ব রেকর্ডে ক্ষিপ্ত এই অধিনায়ক

বিশ্বকাপের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলকে নিজেদের শত্রু বানিয়ে ফেললেন বিশ্বকাপজয়ী এক দল। আজ্ঞে হ্যাঁ, ভারতের বিপক্ষে বিরাট পরাজয়ের পর সাবেক বিশ্বকাপ জয়ী দলের এমন আচরণ বলে মনে করছেন অনেকেই। নিবন্ধের…

Avatar

বিশ্বকাপের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলকে নিজেদের শত্রু বানিয়ে ফেললেন বিশ্বকাপজয়ী এক দল। আজ্ঞে হ্যাঁ, ভারতের বিপক্ষে বিরাট পরাজয়ের পর সাবেক বিশ্বকাপ জয়ী দলের এমন আচরণ বলে মনে করছেন অনেকেই। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, গতকাল ৩৫তম বর্ষে পদার্পণ করেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। শুধু তাই নয়, নিজের জন্মদিনে বিশ্বকাপে শত রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন তিনি। তবে তার এই রেকর্ডে খুশি নন বিশ্বকাপে অংশগ্রহণকারী একদলের অধিনায়ক।

আজ্ঞে হ্যাঁ, গতকাল যখন সারা দেশ তথা বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটাররা বিরাট কোহলির জন্মদিনের পাশাপাশি একদিনের ক্রিকেটে ৪৯তম শতকের অভিনন্দন জানাচ্ছিলেন, তখন বিরাট কোহলির দিকে বিষযুক্ত তীর নিক্ষেপ করেছেন শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লঙ্কান অধিনায়ক। সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক শ্রীলংকান অধিনায়ক কুশল মেন্ডিসকে প্রশ্ন করেন বিরাটের ৪৯তম ওডিআই সেঞ্চুরিতে আপনি কি তাকে অভিনন্দন জানাতে চান? এর জবাবে কুশল মেন্ডিস সরাসরি বলেন,”আমি কেন তাকে অভিনন্দন জানাবো?”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রীলংকান অধিনায়কের এমন জবাব রীতিমতো অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির বিস্ময়কর রেকর্ডের মান্যতা কিভাবে দিলেন না কুশল মেন্ডিস তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে অনেকেই বলছেন, ভারতের কাছে লজ্জাজনক ভাবে পরাজিত হওয়ার পর নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন কুশল মেন্ডিস।

সেই কারণে তিনি সাংবাদিকদের সামনে বিরাট কোহলির সাফল্য হেসে উড়িয়ে দিয়েছেন। আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপে ভারতের দেওয়া ৩৫৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মাত্র ৫৫ রানে অল-আউট হয় শ্রীলংকা। যার ফলে ৩০২ রানে পরাজিত হয়ে চলতে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে লঙ্কান বাহিনীদের।