ক্রিকেটখেলা

ইডেনে দিনরাত টেস্ট, জেনে নিন টেস্ট ম্যাচের টিকিট কবে থেকে শুরু

Advertisement

৩ টি টি-টোয়েন্টি ও ২ টি টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে এসেছে। ৩ রা নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এই সফর শুরু হচ্ছে। এরপর ৭ ই নভেম্বর রাজকোট ও ১০ ই নভেম্বর নাগপুরে সফরের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৪-১৮ নভেম্বর ইন্দৌরে প্রথম টেস্ট ম্যাচ রয়েছে। তারপর ২২-২৬ নভেম্বর এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ইডেন গার্ডেনে।

দুটি দলই প্রথমবারের জন্য গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে ইডেনে। তাই এই ম্যাচটি স্মরণীয় করে রাখার জন্য প্রাক্তন খেলোয়াড়, অলিম্পিক জয়ী ও দুই দেশের প্রধানমন্ত্রী সহ একঝাঁক তারকাকে আমন্ত্রণ জানাচ্ছে সিএবি। টিকিটের দাম ৫০ টাকা থেকে রাখা হয়েছে এছাড়াও রয়েছে আরো অনেক পদক্ষেপ। কলকাতা শহর জুড়ে এই ম্যাচের বিজ্ঞাপন বোর্ড বসাতে চায় সিএবি। তাই দর্শকদের মধ্যেও আগ্রহ যে তুঙ্গে থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না।

সিএবি কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার ৪ ঠা নভেম্বর থেকে এই ম্যাচের জন্য অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে। ইডেনের কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। টিকিটেও থাকছে একধিক চমক। গোলাপি রঙের ছটা থাকছে টিকিটে ও পিছনে ঐতিহ্যশালী ইডেনের ছবি।

Related Articles

Back to top button