ক্রিকেটখেলা

প্রকাশিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

Advertisement

শুক্রবার করিনা কাপুর ও অন্যান্যদের দ্বারা উন্মোচিত হয় পরের বছর অস্ট্রেলিয়ায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এবং তার পরেই সামনে চলে এল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত চলবে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রাথমিক পর্ব ও মূলপর্ব।

২০১৮ সালের ৩১ শে ডিসেম্বর টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষস্থানে থাকা আটটি দল সরাসরি সুযোগ পাবে মূলপর্বে খেলার এবং বাকি দলগুলিকে প্রাথমিক পর্ব খেলে মূলপর্বে ঢুকতে হবে। ১২ টি দলকে নিয়ে হতে চলেছে এই বিশ্বকাপ। ৩১ শে ডিসেম্বর ২০১৮ তে শ্রীলংকা ও বাংলাদেশ ৯ ও ১০ নম্বরে থাকায় আরও ছয়টি দলের সাথে তাদেরও খেলতে হবে প্রাথমিক পর্বের ম্যাচ। ২৩ শে অক্টোবর ঠিক হয়ে যাবে এই আটটি দলের মধ্যে কোন চারটি দল মূল পর্বের খেলায় অংশগ্রহণ করবে।

মূল পর্বের খেলা শুরু হবে ২৪ শে অক্টোবর। এই ম্যাচে আয়োজক দেশ অস্ট্রেলিয়া খেলবে পাকিস্তানের বিপক্ষে। ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে ২৪ শে অক্টোবর পারথে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভারতের বাকি ম্যাচ গুলি রয়েছে ২৯ শে অক্টোবর প্রাথমিক পর্বের গ্রুপ-এ থেকে আসা দ্বিতীয় দল, ১লা নভেম্বর ইংল্যান্ড, ৫ই নভেম্বর প্রাথমিক পর্বের গ্রুপ-বি থেকে আসা প্রথম দল এবং ৮ই নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে। ১১ ও ১২ নভেম্বর যথাক্রমে সিডনি ও অ্যাডিলেডে হবে দুটি সেমিফাইনাল এবং ১৫ই নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

Related Articles

Back to top button