বিশ্বকাপের মেগা আসরে ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে ৪ সেমিফাইনালিস্টের নাম। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড খেলবে চলতি বিশ্বকাপের সেমিফাইনাল। বাকি দলগুলি ইতিমধ্যে নিজেদের ম্যাচ শেষ করে দেশে ফিরতে শুরু করেছে। চলতি বিশ্বকাপে মোটের উপর লজ্জাজনক পারফরমেন্স করে ইতিমধ্যে দেশে ফিরেছে বাংলাদেশী ক্রিকেটাররা। তবে বিশ্বকাপে বাংলাদেশের হতাশা জনক পারফরমেন্স মেনে নিতে পারছেন না সে দেশের ক্রিকেটপ্রেমীরা।
বিগত বেশ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের লজ্জা জনক পারফরমেন্স ইতিমধ্যে দেশটির বোর্ড প্রেসিডেন্ট এবং প্রধান দল নির্বাচককেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে বিশ্বকাপের মত মঞ্চে বাংলাদেশের হতাশা জনক পারফরমেন্স সে দেশের ক্রিকেটপ্রেমীদের সহ্যের বাঁধ ভেঙেছে। এবার বিশ্বকাপের মেগা টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরতে না ফিরতে বড়সড়ো ঝটকা খেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
শুধুমাত্র সাকিব আল হাসান নন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং দেশটির প্রধান দল নির্বাচক নিজামউদ্দিন চৌধুরীকে নিজ নিজ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়া। এই আইনি নোটিশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশটির অধিনায়কের বিরুদ্ধে তদন্ত করার কথা উল্লেখ করা হয়েছে।
আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে সর্বমোট ৯টি ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। তবে সবচেয়ে হতাশা জনক পারফরমেন্স ছিল নেদারল্যান্ডের বিপক্ষে। বিগত কুড়ি বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরেও নেদারল্যান্ডের কাছে লজ্জা জনক ভাবে হেরেছে দলটি। যা কোনভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।