মাত্র ৪৫০ টাকায় পেয়ে যান গ্যাস সিলিন্ডার, বড় ঘোষণা এই রাজ্য সরকারের
মধ্যপ্রদেশ সরকার ভোটের আগে সাধারণ মানুষকে দারুন একটা উপহার দিতে চলেছে
আর কয়েকদিন পরই মধ্যপ্রদেশে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপি তরফে করে দেওয়া হলো একটা বড় ঘোষণা। গরিব মহিলাদের সারা জীবনের জন্য ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়ে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সম্প্রতি দেশজুড়ে গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করেছিল বিজেপি। আর ভোটমুখী মধ্যপ্রদেশে সেই রেট আরো কাটছাট করল বিজেপি সরকার। রাখি পূর্ণিমার উপহার আখ্যা দিয়ে কেন্দ্রের তরফে অগস্টের শেষ সপ্তাহে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। এক ধাক্কায় ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমে গিয়েছিল ২০০ টাকা। আর তারপরে সরকারের তরফে জানানো হয়েছে দাম কমানোর পরেও অনেককে ভর্তুকি দেওয়া হবে উজ্জ্বলা যোজনা অনুযায়ী।
এদিকে কেন্দ্রের ঘোষণার আগেই কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়িয়ে গিয়েছিল ১১২৯ টাকা। তবে এবার এসেই দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডারের দাম ৭২৯ টাকা হয়ে গিয়েছে। তবে মধ্যপ্রদেশে গ্রাহকরা আরো কম দামে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। ভোটের কারণে যে নতুন ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী এবারে মধ্যপ্রদেশের মানুষেরা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন মাত্র ৪৫০ টাকায়।
মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে যে গ্রাহকরা উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন, শুধুমাত্র তাদেরকেই ভর্তুকি দেওয়া হবে। অর্থাৎ আগের থেকে ৪০০ টাকা কম দামে তারা গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। তবে যারা ভর্তুকি বিহীন গ্যাস সিলিন্ডার কেনেন, তাদের জন্য ২০০ টাকা দাম কমেছে। অর্থাৎ এই সুবিধা শুধুমাত্র উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্যই। বাড়তি কোন ভর্তুকি আমজনতাকে দেওয়া হবে না।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় দেশের ৭৫ লক্ষ্য পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই যারা আবেদন করেছেন তারা এই সংযোগ পাবেন। উজ্জ্বলা যোজনার উপভোক্তা সংখ্যা হয়ে যাবে ১০.৩৫ কোটি। অর্থাৎ এবার থেকে ১০.৩৫ কোটি এলপিজি গ্রাহক আগে থেকে ৪০০ টাকা কম দামে রান্নার গ্যাস কিনতে পারবেন। এর ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অনেক মানুষ উপকৃত হবেন। বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সংখ্যা ৯.৬ লাখ।