ক্রিকেটের ইতিহাসে ২০১৫ সালে প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলা হয়। ২০১৫ সালের ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনরাতের টেস্ট খেলে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত পাঁচটি দিন-রাতের টেস্ট খেলেছে ক্যাঙ্গারুরা এবং পেস বোলারদের দাপটে সবকটিতেই জিতেছে তারা। ভারত এই প্রথম দিনরাতের টেস্ট খেলতে চলেছে। যা শুনে খুশি অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান কেভিন রবার্টস বলেন “অস্ট্রেলিয়ান ক্রিকেট সবদিনই দিনরাতের টেস্ট ম্যাচের পক্ষে। ভারত শেষ পর্যন্ত দিনরাতের টেস্ট ম্যাচ খেলতে রাজি হয়েছে এতে আমরা অত্যন্ত খুশি। ভারত পরের বছর অস্ট্রেলিয়া সফরে আসছে। তখন ভারত যাতে একটি দিনরাতের টেস্ট ম্যাচ খেলে সেবিষয়ে আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কথা বলবো”।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭ সালের অস্ট্রেলিয়া সফরে ভারতকে দিনরাতের টেস্ট খেলতে আবেদন জানায় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু উপযুক্ত প্রস্তুতি না থাকার যুক্তি দেখিয়ে সেই আবেদন নাকচ করে দেয় ভারত। ইডেনে ২২-২৬ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ভারত গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলার পর যদি অস্ট্রেলিয়া গোলাপি বলে টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানায় তখন আর আগের যুক্তি দিয়ে নাকচ করা সম্ভব হবে না ভারতের পক্ষে।