সিউড়ি : ডিজে বাজানো এখন যেকোনো অনুষ্ঠানে একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে। বিয়ে বাড়ি, জন্মদিন, অন্নপ্রাশন কিংবা প্রতিমা বিসর্জন সবকিছুতেই এখন ডিজে নাচের ছড়াছড়ি। কিন্তু দাদুর শেষ যাত্রা করলেন নাতিরা ডিজে নাচের সঙ্গে। এমন কাজটি করেছেন সিউড়ির আনন্দপুর ডাংগা পাড়ার বাসিন্দা শংকরচরন মাল নামে এক নিহত ব্যক্তির নাতিরা।
প্রথম জীবনে এই নিহত ব্যক্তি চাষী ছিলেন। পরে তিনি স্কুল দপ্তরে চাকরি পান পরিদর্শকের কাজে। তার কোন পুত্র সন্তান নেই, রয়েছে 10 টি মেয়ে। তার যথেষ্ট বয়স হয়েছিল তাই বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
আরও পড়ুন : ওড়িশা নয়, পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বুলবুল’
এই নিহত ব্যক্তির দেহ নিয়ে বের হন তার মেয়েরাই। মৃতদেহটি রাখা হয় ট্রাকে এবং সঙ্গে ছিল ডিজে। সাথে রয়েছে তার 24 জন নাতি এবং তাদের ছেলেমেয়েরা। একেবারে প্রতিমা বিসর্জনের মত অভিনব কায়দায় তার মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তার আত্মীয় পরিজনেরা।
আসলে শংকর বাবু খুব আনন্দ মজা পছন্দ করতেন। তাই মরণের পরেও এই আনন্দটা যাতে তার মধ্যে পৌঁছে যায়, এমন কোন একটা সুপ্ত বাসনা থেকেই হয়ত তার পরিজনেরা এমন আয়োজন করেছেন।