বছরের শুরুতে বিরাট ধামাকা, বাজারের সেরা ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Honda
খুশির খবর হলো এই যে, এবার ইলেকট্রিক সেগমেন্টের তালিকায় নাম লেখাতে চলেছে Honda।
বিগত কয়েক বছরে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধির ফলে হাঁপিয়ে উঠেছে দেশের সাধারণ মানুষ। পরিসংখ্যান অনুযায়ী, ইলেকট্রিক স্কুটার কিংবা বাইক লঞ্চ হওয়ার পর থেকে দেশে উল্লেখযোগ্য হারে কমেছে পেট্রোল চালিত স্কুটার অথবা বাইক বিক্রি। বিষয়টি মাথায় রেখে বিগত ২ বছরে একাধিক গাড়ি নির্মাণ কোম্পানি ভারতের বাজারে একের পর এক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। Ola থেকে শুরু করে TVS-এর মত সংস্থাগুলি ভারতের বাজারে একাধিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।
তবে খুশির খবর হলো এই যে, এবার ইলেকট্রিক সেগমেন্টের তালিকায় নাম লেখাতে চলেছে Honda। সংস্থার তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার সমস্ত কার্যক্রম সমাপ্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ই জানুয়ারি বাজারের সেরা ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করা হবে। সংস্থার তরফ থেকে আরও বলা হয়েছে Honda Activa 7G নামে লঞ্চ করা হবে নতুন এই ইলেকট্রিক স্কুটার। যদিও দামের ব্যাপারে কোনরকম তথ্য প্রকাশ করেনি গাড়ি নির্মাণ এই সংস্থাটি।
যদি নতুন এই ইলেকট্রিক স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এর রাইডিং অভিজ্ঞতা ভালো করার উদ্দেশ্যে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করণ করা হয়েছে। এর ডিজাইন সম্পর্কে বলতে গেলে, এটি বেশ স্টাইলিশ এবং আধুনিক। এতে এলইডি হেডলাইট, টেললাইট এবং টার্ন ইন্ডিকেটর রয়েছে, যা আপনাকে আরও ভালো দৃশ্যমানতা এবং নিরাপত্তা প্রদান করবে। নতুন হোন্ডার এই ইলেকট্রিক স্কুটারে 12 ইঞ্চি অ্যালয় হুইল প্রদান করা হয়েছে। যা দুর্দান্ত গ্রিপের সাথে আরামদায়ক রাইড উপহার দেবে গ্রাহকদের। এছাড়া ডিজিটাল স্পিড মিটার, ওডোমিটার, লক সিস্টেমের মত অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে।